Home Bengal এনআইএ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! বিস্ফোরক কুণাল!

এনআইএ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! বিস্ফোরক কুণাল!

by Mahanagar Desk
33 views

মহানগর ডেস্ক : সদেশখালির পথেই হাঁটল ভূপতিনগর। এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভূপতিনগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হল। তৃণমূল নেতার বাড়িতে এনআইএ আধিকারিকরা দরজা ভেঙে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করেছে বলে তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানা জামিন অযোগ্য ধারায় এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে  মামলা দায়ের করল ভূপতিনগর থানার পুলিশ।

অন্যদিকে এনআইএর আধিকারিক ধনরাম সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি এনআইএর পুলিশ সুপার ধনরাম সিং এর বাড়িতে গিয়েছেন, সাদা প্যাকেট লেনদেন হয়েছে,  তাতে টাকা ছিল। তৃণমূলের কাকে কাকে ধরতে হবে তার তালিকা দিয়ে এসেছে।” এদিকে জীনেন্দ্র তিওয়ারি এই অভিযোগ উড়িয়ে বলেছেন, “এসব অপপ্রচার। অভিযোগ প্রত্যাহার না করলে মানহানির মামলা করব।”

শনিবার ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত করতে ওই এলাকায় যায় এনআইএ। অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলার পরেই এনআইএর গাড়িতে হামলা হয়। এরপর তোলপাড়  শুরু হয় রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রীও ভূপতিনগরের ঘটনায় এনআিএ-র অধিকার নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনার জন্য গ্রামের মহিলাদের সমর্থন করে বিজেপিকে দোষী করে বক্তব্য রাখেন। এদিকে শনিবারই ভূপতিনগর থানায় তাদের উপর হামলার জন্য লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তার মধ্যেই শনিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত এক তৃণমূল নেতার পরিবার। এফআইআর দায়েরের ভিত্তিতে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অথচ এনআইএ আধিকারিকদের উপর হামলায় যাদের বিরুদ্ধে এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে, তাদের এখনও ধরতে পারেনি পুলিশ। রাজনৈতিক অভিজ্ঞদের বক্তব্য, ভূপতিনগরের ঘটনায় সন্দেশখালির ছবি স্পষ্ট হয়ে উঠছে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনায় বলেছেন, “যারা এনআইএ-র উপর হামলা চালাল পুলিশ তাদের ধরল না, অথচ এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় এফআইআর করছে? তৃণমূল সরকার গুন্ডামিকে ইন্ধন যোগাচ্ছে। সন্দেশখালিতেও একই ঘটনা ইডির উপর ঘটিয়েছিল তৃণমূল বাহিনী, তারপর কোর্টের নির্দেশে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।”
এদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “শ্লীলতাহানি হয়েছে, অভিযোগ হলে মামলা হবেই।”
কুণাল ঘোষ এনআইএ-র বিরুদ্ধে এবং বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, “ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বুথ ফাঁকা করে দিতে চাইছে বিজেপি। বুথ ফাঁকা করে ওরা ফাঁকা মাঠে খেলতে চাইছে। এই যে ভূপতিনগরে এনআইএ গেছে সকাল চারটের সময়, পাঁচটা ৪৫ মিনিটে পুলিশকে জানায়। ২৯ মার্চ, ২০২৪ একটা টুইট করেছিলাম, এনআইএ-র অফিসে গিয়ে বিজেপি নেতারা তৃণমূলের নাম দিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এনআইএ বিজেপির কথায় চলছে। ২৬ মার্চ, ২০২৪, এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব, তালিকা তুলে দেওয়া হয়। ২৬ মার্চ ধনরাম সিং এর বাড়িতে নিউটাউনে যান জীনেন্দ্র কুমার তিওয়ারি, তাঁর ঠিকানা দেওয়া হয় সরস্বতী নিকেতন, ৫, ক্যামাক স্ট্রিট, এটা জীনেন্দ্র নাথ তিওয়ারির মেয়ের বাড়ি। তিনি নিউটাউনে, জে ০৬৬ ফ্ল্যাটে, এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে যান ২৬ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং থাকেন সাড়ে সাতটা পর্যন্ত। ওই বাড়ির লিজ চুক্তিতে ধনরাম সিং এর সই আছে। ভোট ঘোষণার পর আদর্শ আচরণ বিধি যখন চলছে, তখন গেছেন। একটি সাদা খামে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। পুলিশকে এই ঘটনার তদন্ত করতে হবে। নির্বাচন কমিশন ২৪ ঘণ্টায় তিনজন ডিজি বদল করতে পারে আর এনআইএ-র এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না? ৪৮ ঘণ্টার মধ্যে এনআইএ-র এসপি ও জীনেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এসপির বাড়িতে জীতেন্দ্রর যাওয়ার ভিডিও প্রকাশ করব।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved