Home Bengal সংগঠনেই আস্থা ব্যারাকপুরের বাম প্রার্থী দেবদূতের

সংগঠনেই আস্থা ব্যারাকপুরের বাম প্রার্থী দেবদূতের

ব্যারাকপুরে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে নাট্য ব্যক্তিত্ব-অভিনেতা দেবদূত ঘোষকে।

by Pallabi Sanyal
44 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বামেরা। অধিকাংশই নতুন মুখ। মূলত, তরুণ তুর্কী ও যুব সমাজে ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছে বামেরা। একদিকে, সুজন, সায়ন. দীপ্সিতার মতো নবীনরা যেমন রয়েছেন, অন্যদিকে রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমের মতো দক্ষ-অভিজ্ঞ প্রবীণরাও। ব্যারাকপুরে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে নাট্য ব্যক্তিত্ব-অভিনেতা দেবদূত ঘোষকে। যদিও গত বিধানসভাতেও তাকে টিকিট দেওয়া হয়েছিল কিন্তু টালিগঞ্জে জিততে পারেননি তিনি।

ব্যারাকপুরে তৃণমূলের হয়ে লড়াই করবেন মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে, বিজেপির প্রার্থী অর্জুন সিং। দেবদূতের বিরুদ্ধে দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সংগঠনেই ভরসা দেবদূতের। তিনি আশাবাদী যে দশ বছর ধরে ক্ষমতায় না থাকলেও লড়াই হাড্ডাহাড্ডি হবে।একটা সময়, ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা বাম দুর্গ বলে পরিচিত ছিল। সেই জায়গাতেই গত দশ বছরে সিপিএমের থেকে ক্ষমতার হস্তান্তর হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাতে। তবে ব্যারাকপুরের বাম প্রার্থী বলেন, ”ব্যারাকপুরে কি করে শিল্পের পরিবেশ তৈরি করা যায়, জমি হাঙরদের হটিয়ে, বিশেষ করে মজদুরদের জীবনযাত্রার মান যাতে বাড়ানো যায়, ইস্তেহারে আমরা দিয়েছি, যাতে তাঁদের মজুরি বাড়ানো যায়, সবাই মিলে আমাদের এটা চেষ্টা করতে হবে।”

উল্লেখ্য, ব্যারাকপুর আসনের প্রার্থী হিসেবে দল নাম ঘোষণার পরই পার্থ ও অর্জুনকে দেখা গিয়েছিল ব্যারাকপুর এর বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার-এর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিতে। সেই পথেই হাঁটলেন দেবদূত। তার সাফ কথা, ”তিনি রাজনৈতিক দ্রোণাচার্য। আমাদের অভিভাবক। তাঁর পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved