Home National দিল্লিতে G20 সম্মেলনে অনুপস্থিত জিনপিং, হতাশ বাইডেন

দিল্লিতে G20 সম্মেলনে অনুপস্থিত জিনপিং, হতাশ বাইডেন

by Mahanagar Desk
4 views

 

 

আগামী সপ্তাহে দিল্লিতে জি ২০ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে যোগদান করতে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত থাকতে চলেছে সেদিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতির খবর আগেই অবশ্য পাওয়া গিয়েছিল। রবিবার ডেলাওয়ারের এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রতিক্রিয়া, ”আমি খুবই অসন্তুষ্ট, তবে শীঘ্রই আমাদের দেখা হবে।”

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাহলে কোথায় দেখা হবে, বাইডেন-জিনপিংএর ? জানা গিয়েছে যে, আগামী নভেম্বরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে APEC শীর্ষ সম্মেলেনের আয়োজন করা হয়েছে। সেখানেই আমন্ত্রিত থাকার কথা রয়েছে জিনপিং’এর। APEC বৈঠক তিনি এড়িয়ে যেতে পারবেন না বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নতুন দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর বসবে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহেই G20 সম্মেলনে যোগদান করতে ভারতে আসছেন। ঐতিহাসিক সম্মেলনের মাঝে কোনো এক সময় ৮ সেপ্টেম্বর তিনি এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে খবর।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত G20 সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না শি জিনপিং। সূত্রে জানা গিয়েছে, তাঁর জায়গায় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রিমিয়ার লি কিয়াং। আবার এও শোনা যাচ্ছে, দিল্লির জি ২০ বৈঠকে যোগ দিতে কোন প্রতিনিধি পাঠানো হবে, সেটা এখনো ঠিক করে উঠতে পারেনি চিন। তাইওয়ান ইস্যু নিয়ে এই বৈঠকে কথা হওয়ার ছিল। তাই চিনা প্রেসিডেন্টের একেবারেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved