মহানগর ডেস্ক: অগ্নিপথ প্রকল্পে মধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে ‘অগ্নিবীর’দের। চার বছরের চুক্তিতে এই নিয়োগের ঘোষণা করেছে মোদী সরকার। কিন্তু এই সবের মধ্যে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর প্রশিক্ষণরত এক ২০ বছরের এক মেয়ে মুম্বইয়ে নিজের হোস্টেলে আত্মহত্যা করেছেন বলেই মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, কেরালার বাসিন্দা মহিলা, মালাডের পশ্চিম শহরতলির মালওয়ানি এলাকায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ (আইএনএস) হামলায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি তাঁর প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পরে গত ১৫ দিন ধরে নৌবাহিনীর জাহাজে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর মধ্যেই কাটল ছন্দ। সোমবার সকালে তিনি তাঁর হোস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ব্যক্তিগত কারণে মহিলাটি চরম পদক্ষেপ নিয়েছেন তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (ADR) নথিভুক্ত করেছে এবং আরও তদন্ত চলছে। অগ্নিবীররা হল সশস্ত্র বাহিনী দ্বারা নিয়োগকৃত সৈনিক অগ্নিপথ প্রকল্পের অধীনে যা ২০২২ সালে চালু হয়েছিল। এই প্রকল্প নিয়ে কম চর্চা হয়নি। তবে যাই হক সেই সব কাটিয়ে নিয়োগ হচ্ছে এবং প্রশিক্ষণ শুরু হবে।