Home National হ্যান্ডপাম্প টিপতেই গলগল করে পড়ছে “দুধ”! চাঞ্চল্য উত্তরপ্রদেশের গ্রামে

হ্যান্ডপাম্প টিপতেই গলগল করে পড়ছে “দুধ”! চাঞ্চল্য উত্তরপ্রদেশের গ্রামে

by Mahanagar Desk
14 views

মহানগর ডেস্ক: মাঝেমাঝে এমন কিছু ঘটনা ঘটে,যাতে যুক্তি-বুদ্ধি সেভাবে কাজ করে না। বুদ্ধিতে তার ব্যাখ্যা মেলে না। রহস্যময় সেইসব ঘটনা নিয়ে চর্চা চলে। অনেকে তার উত্তরও পান না। এটি উত্তরপ্রদেশের ঘটনা। রাস্তার ধারে হ্যান্ড পাম্প চালাতেই সাদা রঙের তরল বেরোতে থাকে, যা দেখে স্থানীয় মানুষজন তা দুধ বলে ধরে নেন। তাঁরা দুধের রঙের তরল দেখে ভাবেন প্রকৃতির অদ্ভুত খেয়ালে এমন ঘটনা ঘটছে। যদিও বিলারির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সবাইকে সতর্ক করে বলেন কেউ যেন সাদা রঙের তরলকে দুধ মনে করে না খান। এটি দূষণের ফলেই হচ্ছে।

তবে তাতে না কান না দিয়ে প্রথমে সাদা রং দেখে সবাই দুধ বলেই বোতলে ভরে নেন। বিনামূল্যে দুধ পেলে ছাড়ে কে! ঘটনাটি ঘটে নভেম্বরের প্রথম দিকে, বিলারি এলাকায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। সাদা রঙের তরল বোতলে ভরার ভিডিওয় দেখা যায় হ্যান্ড পাম্প চালাতেই সাদা রঙের তরল বেরোচ্ছে। হ্যান্ড পাম্প চালিয়ে সবাই একের পর এক বোতল ভরার ভিডিও ঘিরে ব্যাপক আলোড়ন দেখা দেয়। অনেকেই প্রথম দিকে মহিলা-পুরুষেরা দুধ বলে খেয়ে নেন। ব্যাগে বোতলে দুধ বলে সাদা তরল ভরে নিয়ে যান অনেকে। রাস্তার ধারে দুধ পেয়ে অনেকেই রীতিমতো খুশি হন। যে দুধের জন্য একটা টাকাও দিতে হচ্ছে না। হ্যান্ড পাম্প চালিয়ে রাস্তার ধারে দুধ পেয়ে অনেকেই রীতিমতো খুশি হন। যে দুধের জন্য একটা টাকাও দিতে হচ্ছে না। হ্যান্ড পাম্প চালিয়ে বিনামূল্যে দুধ খেয়ে কেউ অসুস্থ হয়েছেন কিনা, জানা যায়নি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved