Home Kolkata কলকাতার  দু’টি সিবিআই আদালতে নিয়োগ ২ জন স্থায়ী বিচারক

কলকাতার  দু’টি সিবিআই আদালতে নিয়োগ ২ জন স্থায়ী বিচারক

by Mahanagar Desk
26 views

মহানগর ডেস্ক: বিচার ভবনের সিবিআই এবং আলিপুর আদালতের সিবিআই বিশেষ আদালতে স্থায়ী বিচারকের পদ ফাঁকা ছিল প্রায় দেড় বছর ধরে। মামলার দায়িত্বে এতদিন ছিলেন ভারপ্রাপ্ত বিচারকেরা। ওই দুই আদালতে ইডি ও সিবিআইয়ের শিক্ষা ও অন্যান্য নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। উচ্চ আদালত সম্প্রতি ওই সব মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য নির্দেশ দিয়েছে। আইনজীবীদের একাংশের অভিযোগ,সে ক্ষেত্রে স্থায়ী বিচারক না-থাকায়, মামলার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আইনি বাধা তৈরি হচ্ছিল। সেই জট কাটল। নিয়োগ করা হল দুজন বিচারককে।

এ বার ওই দুই বিশেষ আদালতে স্থায়ী বিচারক নিয়োগ করা হল কলকাতা হাই কোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে। সূত্রের খবর,মঙ্গলবার হাই কোর্টের রেজিস্ট্রারের তরফে ওই দুই আদালতের স্থায়ী বিচারক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।আদালত সূত্রে জানা গিয়েছে,সিবিআই বিচার ভবনের বিশেষ আদালতের বিচারক পদে নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া জেলা সদর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়কে। বিশেষ আদালতে আসছেন নদিয়ার কৃষ্ণনগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সুজিত কুমার ঝা আলিপুর সিবিআই।

বিশেষ আদালতে শীতকালীন ছুটি ২ জানুয়ারি পর্যন্ত।আইনজীবীদের একাংশ জানিয়েছেন, আদালত খোলার পরেই ওই দুই স্থায়ী বিচারক দায়িত্বভার গ্রহণ করবেন।  এই নিয়োগের পর বিচার পক্রিয়ার আর দেরি হবে না বলেই আশা করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved