Home Kolkata যুক্ত হতে চলেছে র‍্যাগিং-বিরোধী ধারা, আবেদন জানানো হবে আজই 

যুক্ত হতে চলেছে র‍্যাগিং-বিরোধী ধারা, আবেদন জানানো হবে আজই 

by Mahanagar Desk
5 views

কলকাতা: এবার সরাসরি র‍্যাগিংয়ের অভিযোগ আনতে চলেছে পুলিশ। যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় সরাসরি র‍্যাগিংয়ের অভিযোগ আনা হলো ধৃতদের বিরুদ্ধে। পুলিশ কমিশনার সূত্রে জানা গিয়েছে, মৃত্যু-সংগঠিত অপরাধের ধারার পাশাপাশি, অপরাধীদের বিরুদ্ধে West Bengal Prohibition of Ragging in Educational Institutions Act সেকশন (4) যুক্ত করার জন্য পুলিশের তরফে আজই আদালতে আবেদন জানানো হবে।

আরও পড়ুন: নামি শিল্পপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! আলিপুরের ভিসা হাউজে চলছে সিবিআই তল্লাশি

পুলিশের তরফ থেকে আজই র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্রের খবর, যাদবপুর হোস্টেল কান্ড থেকে থেকে তথ্যপ্রমাণ মেলার পরই ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: Murder Convict Son Cleared IIT Exam: বাবা খুনের আসামি, জেলে বসেই প্রস্তুতি নিয়ে আইআইটি জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় পাস ছেলের

এই ধারা কার্যকর করা হলে মিলবে যথোপযুক্ত শাস্তি।র‍্যাগিং-বিরোধী ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে র‍্যাগিংয়ে অংশ নেবে, প্রচার করবে বা সাহায্য করবে, দোষী সাব্যস্ত হলে তার ১০ হাজার টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়ই প্রযোজ্য হতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved