Home Kolkata নামি শিল্পপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! আলিপুরের ভিসা হাউজে চলছে সিবিআই তল্লাশি

নামি শিল্পপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! আলিপুরের ভিসা হাউজে চলছে সিবিআই তল্লাশি

by Mahanagar Desk
1 views

কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ ভিসা স্টিলের কর্ণধারের বিরুদ্ধে। আলিপুরের ভিসা হাউজ়ে চলছে সিবিআই তল্লাশি। ভিসা স্টিলের কর্ণধার বিশ্বম্ভর শরণ। ৩৫১ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির দায়ে অভিযুক্ত তিনি। ২০২০ সালে জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতেই আজ তল্লাশি চলছে।

ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে জালিয়াতির অভিযোগ রয়েছে বিশ্বম্ভরের বিরুদ্ধে। তাই ৮/১০ আলিপুর রোডের ভিসা হাউজ়ে আজ মঙ্গলবার সকলেই তল্লাশি চালান সিবিআই কর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগে সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৫১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন। পরবর্তীকালে সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করেন তিনি। ঋণের টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিশ্বম্ভরের বিরুদ্ধে।

আরও পড়ুন: Murder Convict Son Cleared IIT Exam: বাবা খুনের আসামি, জেলে বসেই প্রস্তুতি নিয়ে আইআইটি জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় পাস ছেলের

আজ মঙ্গলবার সকালে, পাঁচটি গাড়িতে ২৫-২৬ জন সিবিআই আধিকারিকরা আসেন। প্রায় ঘন্টাখানেক ধরে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। ভিতরে সংস্থার নথি পত্র খতিয়ে দেখার পাশাপাশি, একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। অফিসের বাইরে যাতে কোনওরকমভাবে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই পুলিশ মোতায়েন রয়েছে। সিবিআই আধিকারিকরা ওই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ এখন অফিসের ভিতর রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। কালীঘাটের কাকু এমনিতেই ইডি সিবিআই এর জালে ফেঁসে রয়েছেন। তারই মধ্যে ফের সক্রিয় সিবিআই। শহরের আরও এক শিল্পপতি সিবিআই এর নজরে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved