Home Kolkata সেজে উঠেছে রেড রোড! ৭৭তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছবার্তা মুখ্যমন্ত্রীর

সেজে উঠেছে রেড রোড! ৭৭তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছবার্তা মুখ্যমন্ত্রীর

by Mahanagar Desk
4 views
mamata benarjee

কলকাতা: ৭৭ তম স্বাধীনতা দিবসে সারা দেশের পাশাপাশি সেজে উঠেছে কলকাতার রেড রোড। প্রতিবছরের মতোই এ বছরও একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক প্রান্ত থেকে বহু স্কুলের পড়ুয়ারা এসে পৌঁছেছেন রেডরোডের আজকের অনুষ্ঠানে অংশ নিতে। গোটা শহর জুড়ে আজকের অনুষ্ঠানটি ঘিরে কড়া নিরাপত্তা বলায় রয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হয়ে গিয়েছে আজকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

অন্যদিকে, হাইকোটেও পালন করা হয়েছে স্বাধীনতা দিবস। কলকাতা আদালতে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি একাডেমি ৫৩টি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম নেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক সেমিনারও আয়োজন করা হয়েছে। এছাড়াও কমার্শিয়াল কোট ও জুভেনাইল জাস্টিস নিয়েও স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম নেওয়া হয়েছে।

এদিকে, এদিন রেড রোডে প্রথম বার দেখা মিলল রাইফেল ফ্যাক্টরির ট্যাবলোর। এ বছরই প্রথম রেড রোডে এর অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মার্চে যোগ দিল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। পাশাপাশি এই দিন ১১ জন সরকারি আধিকারিককে বিশেষ পদক প্রদান করা হয়। স্বাধীনতা দিবসে সম্মান পেলেন বিপি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘামিত্রা ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, শান্তনু বসু, পিবি সেলিম, শরৎকুমার দ্বিবেদী, মুক্তা আর্য ও বিধান রায়।

এছাড়াও আজকের রেড রোডের অন্যতম আকর্ষণীয় ট্যাবলোটি ছিল ‘বাংলার গর্ব দুর্গা মা’! তথ্য সংস্কৃতির দফতর থেকে বাংলার গর্ব দুর্গা মায়ের ট্যাবলোতে প্রদর্শিত হল দুর্গা প্রতিমা। এছাড়াও গোর্খা, রাজবংশী সহ বাংলার সমস্ত জাতির প্রতিনিধিরাও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে লক্ষ্মীভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্য সাথী দুয়ারের আসন প্রভৃতি প্রকল্পের ওপরে ট্যাবলো।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved