HomeNationalফের Cyclonic Circulation-র জেরে জারি অরেঞ্জ অ্যালার্ট! একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা

ফের Cyclonic Circulation-র জেরে জারি অরেঞ্জ অ্যালার্ট! একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা

- Advertisement -

কলকাতা: ফের সাইক্লোনিক সার্কুলেশনের জেরে পরিবর্তন আসতে চলছে আবহাওয়াতে। শুধু তাই নয়, এই সাইক্লোনিক সার্কুলেশনের ফলে প্রায় দেশজুড়ে ১৮টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইএমডি! পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে।

এদিকে, সকাল থেকেই বঙ্গে রোদ ঝলমলে আকাশ। পাশাপাশি তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। কিন্তু অন্যদিকে, ভারতীয় মৌসম বিভাগের শেষ পাওয়া পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আজ দিনভর দেশের রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছারাও বেলা বাড়তেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর অনুসারে, আজ দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্র হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে, IMD আজ অর্থাৎ ১৫ অগাস্ট উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে আজ ফের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও আজ ভারী বৃষ্টির হতে পারে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় একাধিক জেলায়।

এছাড়াও আবহাওয়া দফতর জানাচ্ছে, আবার একটি সাইক্লোনিক সার্কুলেশন দক্ষিণ বাংলাদেশ এবং আশেপাশের নিম্ন ও মধ্য ট্রপোস্ফিয়ারিক স্তরে অবস্থিত রয়েছে। আর এই সাইক্লোনিক সার্কুলেশন আগামী কয়েকদিন আবহাওয়াতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ইএমডি! যার ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে, যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় সহ একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Most Popular