Home Kolkata ভুয়ো কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখার দায়িত্ব রাজ্য সরকারের! নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভুয়ো কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখার দায়িত্ব রাজ্য সরকারের! নির্দেশ কলকাতা হাইকোর্টের

by Shreya Maji
10 views

মহানগর ডেস্ক: কোনও ভুয়ো কাস্ট সার্টিফিকেট রাজ্যে যাতে না থাকে তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের, কলকাতা হাইকোর্ট মঙ্গলবার একটি মামলার প্রেক্ষিতে এমনই স্পষ্ট জানাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করেন।হাইকোর্টের তরফে অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সচিবকে এই নিয়ে সতর্ক করে সমস্ত জেলাগুলিকে নোটিশ জারি করার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘সেই সময় পর্যন্ত যাতে অভিযুক্ত এসডিওরা শংসাপত্র না দিতে পারে তার ব্যবস্থা করুন। একটি পচা আপেল থাকলেও তাকে খুঁজে বের করুন। যেভাবে সার্টিফিকেট বাতিল করেছেন তাতে বোঝা যাচ্ছে অভিযোগের সত্যতা আছে। রাজ্য এভাবে বসে থাকতে পারে না। একটা ভিজিলেন্স বসানো উচিত। ব্যাকওয়ার্ড ক্লাস সচিব নোটিশ দিয়ে সমস্ত জেলাকে জানাবেন কাদের সার্টিফিকেট হয়েছে। আদালতে জানাতে হবে। যদি কোন অফিসার ফেক সার্টিফিকেট ইস্যু করেন সেক্ষেত্রে তাঁদের দায়িত্ব নিতে হবে।’

পাশাপাশি আদালতের তরফে বলা হয়েছে, “একটি পচা আপেল থাকলেও তাকে খুঁজে বের করা রাজ্যের দায়িত্ব। একটি ভুয়ো শংসাপত্র অনেক ক্ষতি করে দিতে পারে।শুধু তাই নয়,মামলাকারী জানান, ভুয়ো জাতিগত শংসাপত্র সারা রাজ্যে অন্তত ১৭ জনের রয়েছে। দুজনের নাম বাতিল করেছেন আসানসোলের এসডিও। রাজ্যের আইনজীবী বলেন, ‘ভুয়ো শংসাপত্র না থাকে তার চেষ্টা করা হচ্ছে।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved