Home Breaking News ফের মুখোমুখি হবেন মোদী-মমতা, জেনে নিন দিল্লিতে কবে কোন সময় হচ্ছে বৈঠক

ফের মুখোমুখি হবেন মোদী-মমতা, জেনে নিন দিল্লিতে কবে কোন সময় হচ্ছে বৈঠক

by Shreya Maji
17 views

মহানগর ডেস্ক: ফের মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। তিন দিনের দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ-এর জন্য সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই সময়ই দিলেন প্রধানমন্ত্রী। মমতার সঙ্গে দেখা করে কথা বলার কথা জানানো হয়েছে। আগামী সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করতে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তখনই হবে সাক্ষাৎ।

প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানা গিয়েছে,   ২০ ডিসেম্বর সকাল ১১ টায় মোদী-মমতার বৈঠক হবে। আগামী ১৮ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মমতা। ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। তাই ১৮-২০ তিন দিন রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিনেই মোদী-মমতার সাক্ষাৎ আরও পারদ চড়িয়ে দিচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ নিয়ে কথা বলার জন্য  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন মমতা।

তবে খবর মিলেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তাঁর সঙ্গে বাংলার কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। মোদী-মমতার সাক্ষাৎ-এর পর কেন্দ্র রাজ্যের সংঘাত কি মিটবে এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মধ্যে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্য যোজনার বকেয়া টাকা নিয়ে কথা বলার জন্য দেখা করতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কেন্দ্র   ১.১৫ লক্ষ কোটি টাকা আটকে  রেখেছে। এই সমস্ত ছাড়াও মমতার আবেদনে  প্রধানমন্ত্রী সময় দেবেন কিনা তাই নিয়ে চলছিল জল্পনা। ২০২২ সালের পর আগামী ২০ ডিসেম্বর আবারও মুখোমুখি হবেন মোদী-মমতা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved