মহানগর ডেস্ক: কলকাতার অন্যতম ঐতিহ্য হল ট্রাম। সেই ট্রামই উঠে যাবে, এমনটাই শোনা জাচ্ছে। তাই নিয়েই এবার ক্ষোভে ফেটে পড়ল হাইকোর্ট। কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার ভাবনাচিন্তায় প্রশ্ন তুললো হাইকোর্ট। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন, “ট্রাম কর্তৃপক্ষ শুধু ট্রাম বিক্রি করতেই বসে রয়েছেন? কর্মচারীদের বেতন দেওয়া বা কী করে পরিষেবা ফেরানো যায়, সে ব্যাপারে কোন চিন্তাভাবনা আছে তাদের?”
মামলাকারীরা সোমবার অভিযোগ করেন, ‘কলকাতা পুলিশ ট্রাম চালানোয় বিরোধিতা করছে।’ কলকাতা পুলিশের তরফে যুক্তি দেখানো হয়েছে,’ ট্রাম ধীরে চলে। তাতে কলকাতার ট্র্যাফিকের সমস্যা হচ্ছে।’ কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, ‘ট্রামের বিরোধিতা করতে পারে না পুলিশ একপাক্ষিক ভাবে।সেই এক্তিয়ারই তাদের নেই। ট্রাম রাজ্যের ঐতিহ্য। অহেতুক বিতর্ক না করে তাকে কী ভাবে তাকে রক্ষা করা যায়, তা নিয়ে গঠনমূলক আলোচনা দরকার।’ পাশাপাশি,আদালতের আরও বক্তব্য, কী ভাবে ট্রাম পরিষেবা ফের চালু করা যায় সেটি কোর্ট গঠিত কমিটি খতিয়ে দেখবে। কমিটি পুলিশের দাবির যৌক্তিকতাও দেখবে। আদালতের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, “ট্রাম চালানোর অভিজ্ঞ কোনও সংস্থার সঙ্গে কথা বলুক কমিটি। তারা পুরো বিষয়টা দেখুক।”
এই বিষয়ে আদালতের তরফে বক্তব্য পেশ করা হয়েছে,” সরকারের গঠিত কমিটিতে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বেসরকারি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো দরকার। পিপিপি মডেলে খতিয়ে দেখা যেতে পারে। নইলে পুরো উদ্যোগ নষ্ট হতে পারে বলে মনে করে কোর্ট।” শুধু তাই নয়, কী ভাবে ট্রামকে আধুনিক করে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, সেই সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে কোর্টের তরফে।