HomeKolkataমা উড়ালপুলে ফের দুর্ঘটনা, ধাক্কা মেরে উল্টে গেল গড়িয়ামুখী SUV

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, ধাক্কা মেরে উল্টে গেল গড়িয়ামুখী SUV

- Advertisement -

 

 

ফের দুর্ঘটনা শহরে। দুর্ঘটনাটি ঘটে রবিবারের সকালে। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজ খুললেই পড়তে হয় বিভিন্ন দুর্ঘটনার সংবাদ। আজও ঘটল সেই একই বিপত্তি।এদিন ভোরে গড়িয়ার দিকে যাচ্ছিল SUV। ওই গাড়ি সামনের একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে।এরপর, গাড়িটি ধাক্কা মেরে উল্টে যায় গতি তীব্রতা।ওই গাড়িতে ছিলেন।প্রগতি ময়দান থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।দুর্ঘটনার জন্য কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় গড়িয়াগামী মা উড়ালপুলে।

পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নেওয়া হয় রেকার দিয়ে।যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে,বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। চারিদিকে এত দুর্ঘটনার দুঃসংবাদ থাকা সত্ত্বেও,সচেতন হচ্ছে না সাধারণ জনগণ। উদাহরণ হিসেবে বলা যায়,চলতি মাসেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেহালায়। মাটিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের প্রাথমিকের পড়ুয়া সৌরনীল সরকারের।বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় বেপরোয়া গতিতে আসা লরিটি পড়ুয়াকে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

২ ঘণ্টার বেশি সময় পর শিশুর মৃত দেহ উদ্ধার করতে পেরেছিল পুলিশ। সকাল সাড়ে ৬টা থেকে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড চালু হয় প্রায় ৩ ঘণ্টা পর।গুরুতর জখম অবস্থায় এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল বাবা সরোজকুমার সরকার। পরে সাঁতরাগাছি থেকে গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালক মনোজ মণ্ডলকে।

Most Popular