Home Education ছাত্রমৃত্যুর তদন্তের মাঝেই ইস্তফা দিলেন JU’র ডিন, ছন্দপতন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

ছাত্রমৃত্যুর তদন্তের মাঝেই ইস্তফা দিলেন JU’র ডিন, ছন্দপতন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

by Mahanagar Desk
1 views

কলকাতা:  পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সুবিনয় চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই চলছিল তদন্ত। এবার তিনিই ইস্তফা দেওয়ায় শুরু জোর জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

তবে তদন্তের মাঝ পথেই কী ভাটা পড়লো? সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। এই সিদ্ধান্তের পিছনে তিনি নিজের ব্যক্তিগত কারণে কথা জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী তদন্ত কমিটির প্রধান ছিলেন। ডিনের কাছে তদন্তের বহু রিপোর্ট-তথ্য রয়েছে। নতুন উপাচার্যকে সেই সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়ার আগেই তাঁর পদত্যাগ জল্পনা সৃষ্টি করেছে। পড়ুয়া মৃত্যুর ঘটনার পর তদন্তে নেমে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ কমিটি জানায় র‌্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে প্রথম বর্ষের পড়ুয়ার। পুলিশের পাশাপাশি আভ্যন্তরীণ তদন্ত কমিটিও করছিল তদন্ত। সেই তদন্ত চলাকালীন ডিনের এই সিদ্ধান্তে বাড়ছে গুঞ্জন। ঘটনায় ইতিমধ্যে ১৩ জন পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর তদন্তে নেমে প্রথম বর্ষের পড়ুয়াদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্ত কমিটি জানতে পারে, ইন্ট্রো দেওয়ার নামে ঘটনার দিন প্রথমে বিবস্ত্র করা হয় নাবালককে। তারপর ওই অবস্থাতেই তাকে হস্টেলের তিনতলার রেলিংয়ে হাঁটতে বাধ্য করে হস্টেলের সিনিয়ররা। হস্টেল থেকে পড়ে যাওয়ার পর রাত্রিবেলা গেট বন্ধ করে চলে  আলোচনা, আভ্যন্তরীণ তদন্ত কমিটি এমনটাই জানতে পেরেছে। চারবার হয় মিটিং। পুলিশ যাতে হোস্টেলের ভেতরে ঢুকতে না পারে সেজন্য গেট বন্ধ করে দেওয়া হয়। আর এই গেট বন্ধ করার অভিযোগে গ্রেফতার হয়েছে যাদবপুরের প্রাক্তন পড়ুয়া জয়দীপ ঘোষ। এখনো বেশ কিছু অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু হঠাৎ তার মাঝেই ছন্দপতন।

 

Tags- Dean of Science, Jadavpur University, resigned, Student Death.

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved