Home World গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি

গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি

by Mahanagar Desk
0 views

ইসলামাবাদ:  পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী  ইমরান খানের পর গ্রেফতার  পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং পিটিআই নেতা শাহ মহম্মদ কুরেশিকে গ্রেফতার করা হল। তিনি  তেহরিক – ই – ইনসাফ (পিটিআই) এর   ভাইস চেয়ারম্যান। তাকে শনিবার গ্রেফতার করা হয় ইসলামাবাদের বাসভবন থেকে।

পিটিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে কুরেশিকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে।  শনিবার প্রাক্তন বিদেশমন্ত্রীর বাড়িতে হানা দেয় পুলিশকর্মী। সেখান থেকে কুরোশিকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। কুরশিকে পাকিস্থানের তদন্তকারী সংস্থার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ইমরান খানের দলের সাধারণ সম্পাদক ওমর আইয়ুব খানও কোরেশির গ্রেপ্তারের খবর X (আগের টুইটার)-এ শেয়ার করেছেন। আইয়ুব বলেন, সংবাদ সম্মেলনের পর বাড়িতে পৌঁছানোর পর কুরেশিকে হেফাজতে নেওয়া হয়।

শাহবাজ শরিফ ইচ্ছাকৃতভাবে সাধারণ নির্বাচন করতে দেরি করেছে বলে সরব করেছে পিটিআই। শনিবার সেই অভিযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে কুরশি তোপ দাগেন। এমনকি তাকে হুশিয়ার করে হয় যে তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু কুরশি সেই কথার তোয়াক্কা না করে একটি সাংবাদিক বৈঠক করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৈঠক শেষ করে যখন তিনি বাড়ি ফেরেন তার পরই তার বাড়িতে শোনা যায় পুলিশের করা নারা। ইমরান খানের দল অভিযোগ করেন যে বিরোধী পক্ষের মুখ বন্ধ করার জন্যই পিএমএল এই জঘন্য কাজ করেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved