Home Kolkata   ঈদের  দিন মেট্রোর সময়সীমা পরিবর্তন, কমলো মেট্রোর সংখ্যা, বাইরে বেরানোর আগে জেনে নিন বিস্তারিত 

  ঈদের  দিন মেট্রোর সময়সীমা পরিবর্তন, কমলো মেট্রোর সংখ্যা, বাইরে বেরানোর আগে জেনে নিন বিস্তারিত 

by Mahanagar Desk
46 views

মহানগর ডেস্কঃ আগামীকাল খুশির ঈদ, আর এই ঈদ উপলক্ষে মেট্রোর তালিকায় বেশ কিছুটা পরিবর্তন  করা হয়েছে। কলকাতা মেট্রোর দুই রুটেই মেট্রোর সংখ্যা কম থাকবে আগামীকাল। এমনকি একটি রুটে সম্পূর্ণ পরিষেবাও বন্ধ থাকবে জানা যাচ্ছে, আবার অন্য আরেকটি রুটে মেট্রো অন্যান্য দিনের মতোই চলবে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, যে ২ রুটে মেট্রো পরিষেবা চলছে, প্রথম এবং শেষ পরিষেবার ‘সময়’ আগের থেকে একটু অপরিবর্তিত থাকছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, দুই রুটেই, প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময় একটু অপরিবর্তিত থাকছে। একমাত্র কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে। পার্পল লাইনের মেট্রো পরিষেবা আগামীকাল অর্থাৎ ১১ তারিখ সম্পূর্ণ বন্ধ থাকছে । আগামীকাল ব্লু লাইল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৮৮টি মেট্রোর পরিবর্তে চলবে ২৩৪টি মেট্রো। গ্রীন লাইন এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত অন্যদিন চলে ১৩০টি মেট্রো, কিন্তু জানা যাচ্ছে আগামীকাল ১২২টি মেট্রো চলবে। গ্রিন লাইন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ৯০টি মেট্রো চলবে ১০৬টি মেট্রোর পরিবর্তে।

মেট্রো কর্তৃপক্ষকে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতে শোনা যাচ্ছে। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, গত মাসের ২৮ এবং ২৯ মার্চ, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। কাজ শুরু করার নির্দেশ দেন। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, ‘এই কাজের জন্য EM বাইপাসের যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কিন্তু একাধিকবার চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে, কিন্তু কোনো সাড়া তাঁরা দিনটি। তাই রাজ্য সরকারের সাহায্য আর ইচ্ছা র অভাবে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না।’

এদিকে এই বিষয়ে লালবাজারের বক্তব্য, ‘ চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। কিন্তু পরিবহণ চলাচল সচল রাখর জন্য, একসঙ্গে একইসময়ে সব জায়গায় যানবাহন নিয়ন্ত্রণ এর মধ্যে রাখা সম্ভব নয়। এর পাশাপাশি পুলিশ এর দাবি, মেট্রো কর্তৃপক্ষের দাবি মেনে যেই জায়গায় যানবহন নিয়ন্ত্রণ করা হয়েছে, সেখানে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কাজ চলেছে, সেই সম্পর্কে পুলিশকে কিছুই জানানো হয়নি, এমনকি যখন এই বিষয় নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বৈঠক ডাকেন, সেই বৈঠকে মেট্রো কর্তৃপক্ষ যোগ দেয়নি।

Tag: timing change, metro limited

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved