Home Bengal ঈদের ছুটিতে যাওয়া হল না দিদির বাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২ ভাই 

ঈদের ছুটিতে যাওয়া হল না দিদির বাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২ ভাই 

by Mahanagar Desk
146 views

মহানগর ডেস্কঃ আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। দুই ভাইয়ের ঈদ আর উদযাপন করা হলোনা। মুখোমুখি বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ২জনের। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে। ইদে দিদির বাড়ি যাওয়ার পথেই চরম পরিণতি ঘটলো দুই ভাইয়ের। মৃতদের নাম সানোয়ার শেখ বয়স ৩৩ বছর, এবং তারিকুল শেখ বয়স ৩০বছর। দুই মৃত ব্যক্তি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে বসবাস করতেন। মৃতরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতেন। ইদের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন পরিবারের সকলের সঙ্গে দিনটি উদযাপন করার জন্য। কিন্তু নিয়তি সব করে নিল। জানা গিয়েছে  বাড়ি থেকে বেরোনোর সময় বেশ হাসিখুশি মেজাজে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এমন সময়ে সুতির ধলার মোড় উল্টো দিক থেকে একটি বাইক আসছিল বেপরোয়া ভাবে।  বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়  । এই দুর্ঘটনায় আর‌ও চারজন আহত হয়েছেন। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ‘ইদ উপলক্ষে কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন তাঁরা। ঈদ উপলক্ষে আজ দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হয়েছিলেন তাঁরা। কিন্তু রাস্তায় যেতে গিয়ে ঘটে গেল এই দুর্ঘটনা। আহতদের প্রথমে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, অবস্থা আশঙ্কাজনক হলে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে।

পুলিশ এবং স্থানীয় দের মতে জানা গিয়েছে, ‘ তারিকুল বাড়ি থেকে বেরোনোর সময় এক বন্ধু এবং এক কাকার ছেলেকে সঙ্গে নিয়ে একটি বাইকে দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছিলেন । স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানাচ্ছেন, সুতির মোড়ে উল্টো দিক থেকে আসছিল একটি বাইকে, তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকের। সংঘর্ষ এতোটাই জোরে লাগে যে ঘটনাস্থলে ছিটকে পড়েন যান ৬ জন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।কিন্তু সেখানে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায়, আবার তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসক তাদের মধ্যে ২জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাণ পন চেষ্টা করেও বাঁচানো গেলোনা।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved