Home Kolkata বিগ্রেডে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ, আয়োজকদের শুভেচ্ছা জানালেন PM Modi

বিগ্রেডে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ, আয়োজকদের শুভেচ্ছা জানালেন PM Modi

by Shreya Maji
14 views

মহানগর ডেস্ক: আজ রবিবার কিন্তু একেবারেই শহর কলকাতায় তা মনে হচ্ছে না। সোমবার বড়দিন সেই কাজে সেজে উঠেছে কলকাতা। সেই ভিড় তো রয়েছেই সেই সঙ্গেই আজ বিগ্রেডে বিজেপি আয়োজন করেছে লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানান তিনি কলকাতায় আসতে পারবেন না। তবে তাতে কি সশরীরে উপস্থিত না থাকেও প্রধানমন্ত্রী অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

সকাল থেকেই তৎপরতা চোখে পড়ার মত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসতে না পারলেও লক্ষ কণ্ঠে গীতপাঠ কর্মসূচির আয়োজকদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। আয়োজকদের সাফল্য কামনা করে করেছেন তিনি। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিতে বহু মানুষ আসছেন হাওড়া স্টেশনে। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের পক্ষ থেকে আগতদের সুবিধার্থে মঞ্চ করা হয়েছে হাওড়া স্টেশনের বিপরীতে। সেখান থেকেই তাঁদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঠানো হচ্ছে গাড়ি করে।

 জেলাতেও ছবিটা প্রায় একই। দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন থেকে লোকাল। সে কারণে অনুষ্ঠানে আম-আদমির আসা নিয়ে খানিকটা বেড়েছে চিন্তা। তবে ইতিমধ্যেই অনেকেই এসে গিয়েছেন ব্রিগেডে।হাওড়া-শিয়ালদহেও বেড়েছে ভিড়। লাল পাড় সাদা শাড়িতে দেখা যাচ্ছে মহিলাদের। সাদা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে পুরুষদের। ব্রিগেডে তৈরি দু’টি মঞ্চ। খবর অনুযায়ী, ভজনের মাধ্যমে শুরু হওয়ার কথা গীতাপাঠের অনুষ্ঠান।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved