Home Kolkata পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের বিশেষ নজরদারি, নয়া নির্দেশ নবান্নর

পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের বিশেষ নজরদারি, নয়া নির্দেশ নবান্নর

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা : আসন্ন দুয়ারে সরকার অভিযানে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার উপর বিশেষ নজরদারির নির্দেশ দিল নবান্ন। দুয়ারের সরকার কর্মসূচি নিয়ে মঙ্গলবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, বিডিও ও জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। এপ্রিল মাসে শুরু হয়েছিল দুয়ারে সরকার। এবার ১লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার।

আরও পড়ুন: Man Sleeps Three Hundred Days A Year: বছরে তিনশো দিনই ঘুমিয়ে কাটান কলিকালের এই কুম্ভকর্ণ!

জানা গিয়েছে, মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে। শুধু তাই নয়, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচিতে খেলা হবে প্রকল্পের জন্যও এবার নাম নথিভুক্ত করা হবে। নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্য সচিব প্রতিটি জেলা প্রশাসনকে স্পষ্টভাবে বলেছেন, আসন্ন দুয়ারে সরকারে জেলার ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তির নিশ্চিতকরণ করতে হবে। সেই সঙ্গে বিধবা ভাতার জন্য যারা আবেদন করবেন পূর্বে তাদের নাম নথিভুক্ত হয়েছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুন: artificial-nose-transplanted: চিকিৎসার চমৎকার! ক্যানসারে খোওয়া যাওয়া নাক প্রতিস্থাপন, কীভাবে?

এছাড়াও নাম নথিভুক্ত থাকার সত্বেও কেন তিনি সঠিক সময়ে ভাতা পাননি তার জন্য বিশেষ নজরদারি করতে হবে। অতীতে কোন সমস্যা হয়ে থাকলে নতুন করে আবেদন পত্র দিতে হবে। এছাড়াও আবেদনকারীর কোন নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি নেই সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না থাকলে তা করিয়ে দিতে হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved