Home Bengal বাংলায় ভোট প্রচারে মোদী, আজ আরামবাগে, কাল কৃষ্ণনগরে সভা

বাংলায় ভোট প্রচারে মোদী, আজ আরামবাগে, কাল কৃষ্ণনগরে সভা

by Mahanagar Desk
23 views
মহানগর ডেস্ক : ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫টি আসন পাওয়ার যে স্লোগান অমিত শাহ বাংলায় এসে দিয়েছেন, সেই লক্ষ্যে একই সঙ্গে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আজ শুক্রবার দু’দিনের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন অর্থাৎ শুক্রবার তিনি হুগলির আরামবাগে এবং দ্বিতীয় দিন নদিয়ার কৃষ্ণনগরে সমাবেশ করবেন তিনি। দু’জায়গাতেই রাজনৈতিক সমাবেশের আগে কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ হুগলির আরামবাগে সভার জন্য প্রধানমন্ত্রীর বেলা ৩টে নাগাদ আরামবাগে পৌঁছনোর কথা। এখানে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে এখানকার কালীপুরের মাঠে বিজেপির সমাবেশে নরেন্দ্র মোদী যোগ দেবেন। সভার শেষে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নামবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে তিনি আসবেন রাজভবনে। শুক্রবার রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী।  সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পরের দিনই নরেন্দ্র মোদী আরামবাগের সভা থেকে যে তৃণমূলকে আক্রমণ করবেন, তা বলার অপেক্ষা রাখে না।
এই সভা থেকেই বাংলায় ২০২৪-এর লোকসভা ভোটের প্রচারও শুরু করবেন প্রধানমন্ত্রী। সেই প্রচারের সুর যে যথেষ্ট চড়া হবে সেটা স্পষ্টই অনুমেয়।  নরেন্দ্র মোদীর এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল এই বারইপ্রথম প্রধানমন্ত্রী কলকাতায় রাত্রিযাপন করছেন। যদিও এর আগে ২০২০ সালে বাংলায় এক রাত তিনি ছিলেন, তবে সেটা কলকাতায় নয় হাওড়ার বেলুর মঠে। শুক্রবার রাজভবনে রাত্রিযাপনের পর শনিবার কৃষ্ণনগরের সভা করতে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সভা শেষে বিহারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved