Home Politics ‘আদানি, বেকারত্ব নিয়ে কেন নয়, জগদীপ ধনখরকে নকল বিতর্কে পাল্টা দাবি রাহুল গান্ধীর

‘আদানি, বেকারত্ব নিয়ে কেন নয়, জগদীপ ধনখরকে নকল বিতর্কে পাল্টা দাবি রাহুল গান্ধীর

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখরকে নকল করে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদকে নিয়ে বিতর্কের মধ্যে, বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে, প্রশ্নে থাকা বিরোধী সদস্যকে হাউস থেকে বাহির করা হয়েছে এবং ভিডিওটি তার ব্যক্তিগত ফোনে রেকর্ড করা হয়েছে।

গান্ধী বলেছেন, “কে অপমান করেছে এবং কীভাবে? সাংসদদের বের করে দেওয়া হয়েছে, আমি ভিডিও করেছি, কিন্তু এটি আমার ফোনে রয়েছে। মিডিয়া (ক্লিপটি) দেখাচ্ছে।” রাহুল গান্ধী সরকারকে কটাক্ষ আরও বলেছেন যে, “১৫০ জন সাংসদ সংসদের বাইরে বসে থাকলেও” হাউসে কোনও আলোচনা হচ্ছে না। আদানি নিয়ে কোনও আলোচনা হবে না, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা হবে না, রাফালে নিয়ে কোনও আলোচনা হবে না।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “এমপিরা সেখানে বসেছিলেন, আমি তাদের ভিডিও শুট করেছি। আমার ভিডিও আমার ফোনে রয়েছে। মিডিয়া এটি দেখাচ্ছে। কেউ কিছু বলেনি। আমাদের ১৫০ জন সাংসদকে বের করে দেওয়া হয়েছে ( হাউসের) কিন্তু মিডিয়াতে এ নিয়ে কোনও আলোচনা হবেনা।” প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে জগদীপ ধনখর নকল করলে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এটিকে ভিডিও কেছিলেন।

তাঁর অভিনয়ে, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের গণ স্থগিতাদেশের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভকারী বিরোধী সাংসদদের হাসতেও দেখা যায়। জগদীপ ধনখর এই ঘটনার নিন্দা করে বলেছেন, “লজ্জাজনক, হাস্যকর, অগ্রহণযোগ্য যে একজন সাংসদ উপহাস করছেন এবং দ্বিতীয় সাংসদ সেই ঘটনার ভিডিওগ্রাফ করছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নকলের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved