Home Bengal সন্দেসখালি যাচ্ছেন  জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

সন্দেসখালি যাচ্ছেন  জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

by Mahanagar Desk
22 views

মহানগর ডেস্কঃ  আজ,অর্থাৎ সোমবার জাতীয় মহিলা কমিসনের চেয়ারপার্সন রেখা শর্মা দুদিনের সফরে রাজ্যে আসছেন। এদিন সকাল ১০ টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দর নেমে সোজা উতপ্ত সন্দেসখালির দিকে রওনা হন। সূত্রের খবর, এই দুদিনের সফরে রেখা শর্মা সন্দেসখালি পৌছে সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক সারবেন তিনি।

এর আগেও সন্দেসখালির গ্রাউন্ড জিরোতে পৌছে সেখানকার পরিস্তিতির ওপর নজর রাখতে জাতীয় মহিলা কমিশনের দু’জন প্রতিনিধি গিয়েছিলেন। মূলত সেখানকার মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।আর এবার জাতীয় মহিলা কমিশনের খোদ চেয়ারপার্সন রেখা শর্মা নিজে রওনা হয়েছেন সন্দেশখালির উদ্দেশ্যে। এই দুদিনের রাজ্য সফরে ঠাঁসা কর্মসূচী নিয়েছেন তিনি। তাঁর দু’দিনের রাজ্য সফরে সন্দেশখালিতে যাওয়ার পাশাপাশি স্থানীয় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের সঙ্গে সঙ্গে মঙ্গলবার মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি’র সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। সমস্ত বৈঠকের শেষে মঙ্গলবার সন্ধেয় ফের দিল্লি ফিরে যাবেন তিনি। দু’দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধেয় রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি।

এদিন এয়ারপোর্টে নেমেই তিনি জানান, এই প্রথম সন্দেশখালির ঘটনা এত বৃহৎ করে দেখানো হচ্ছে।এর পাশাপাশি তিনি আরও বলেন যে, এর আগে জাতীয় মহিলা কমিশনের যে দুজন প্রতিনিধি এসেছিলেন, তাঁরা সন্দেসখালি সম্পর্কে একটি পূর্ণ রিপোর্ট পেশ করেন যেখানে সন্দেসখালির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলা হয়। তিনি যখনই রাজ্যে আসেন সে সময়েই নাকি জেলা শাসক রাজ্যের বাইরে থাকেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পিত ভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করতে দেয় না। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও রাজ্যের শাসক শিবির এর সাফাই গাইতে বলছে, সন্দেসখালির মহিলাদের ওপর অত্যাচার ও নির্যাতন নিছকই শাসক দলের বদনাম করার জন্যই প্রচার করা। রাজ্য প্রশাসনের দাবি, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি”। এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেসখালি পরিদর্শন শেষে কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved