Home Bengal কালই বহরমপুরে আসন রফা নিয়ে বৈঠক সেলিম-অধীরের 

কালই বহরমপুরে আসন রফা নিয়ে বৈঠক সেলিম-অধীরের 

by Mahanagar Desk
47 views
মহানগর ডেস্ক:  বাংলায় বাম-কংগ্রেস আসন রফা নিয়ে বৃস্পতিবার বহরমপুর টাউন ক্লাবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বৈঠকে বসছেন।
২০২৪ -এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাম-কংগ্রেস। এই লড়াইয়ের জন্য বাম-কংগ্রেস আসন সমঝোতা করে বাংলায় লড়াই করবে বলে ঠিকই ছিল। এবার বাংলায় বাম-কংগ্রেস আসন সমঝোতা করে কে কটি আসনে লড়বে তা ঠিক করতেই বৃহস্পতিবারের এই বৈঠক। সিপিএম সূত্রে প্রথম থেকেই বলা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরীর জন্য বহরমপুর এবং মালদা দক্ষিণ আসন দুটো সিপিএম কংগ্রেসকে ছাড়বে। তবে আর কোন আসনে বাম-কংগ্রেস সমঝোতায় পৌঁছবে সেটা নিয়েই বৃহস্পতিবারের বৈঠকে সেলিম এবং অধীর বৈঠক করবেন।
গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় যথাক্রমে ৫.৬৭% বা ৩২,১০,৪৯১৬ ভোট এবং সিপিএম পায় ৩৪% বা ৩৫,৯৪,২৮৩ ভোট। তবে বাম-কংগ্রেস জোট করে সেই অর্থে বাংলায় ভালো ফল করতে পারেনি বাম-কংগ্রেস জোট। উল্টে বিজেপি ১৮টি আসন পেয়ে যায় বাংলায় ৪২টি আসনের মধ্যে, কংগ্রেস পায় ২টো আসন, বামেরা শূন্যে পরিণত হয়, তৃণমূল পায় ২২টি আসন।  বৃহস্পতিবার আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতায় সিলমোহর দিতে চলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই বৈঠকেই চূড়ান্ত হবে আসন রফা।

You may also like