Home Politics শরদ পাওয়ার ‘পিতামহ ভীষ্ম’এর মত, সঞ্জয় রাউতের এহেন মন্তব্যের কারণ জানুন

শরদ পাওয়ার ‘পিতামহ ভীষ্ম’এর মত, সঞ্জয় রাউতের এহেন মন্তব্যের কারণ জানুন

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতেই থাকে। গত বছর শিবসেনার নেতৃত্বে জোট সরকার পতন থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে। সম্প্রতি এনসিপি ছেড়ে অজিত পাওয়ার যোগ দিয়েছেন এনডিএ-তে। তার পর থেকেই সরগম রাজনৈতিক মহল। তবে মহারাষ্ট্রের অনেক রাজনীতিবিদই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCPপি) সভাপতি শরদ পাওয়ারকে রাজনৈতিক অঙ্গনে অজেয় মনে করেন। এই নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই  শিবসেনা ((UBT)) নেতা সঞ্জয় রাউত শরদ পাওয়ারকে  রাজনীতির “পিতামহ ভীষ্ম” বলে অভিহিত করেছেন।

সঞ্জয় রাউত  ২৬ আগস্ট মুম্বইতে একটি প্রেস কনফারেন্সের সময় এই কথা জানিয়েছেন।  এনসিপি পিতৃপুরুষের “অজিত আমাদের নেতা”  এই মন্তব্যে সামনে আসার  পরেই পাওয়ারকে  রাজনীতির “পিতামহ ভীষ্ম” বলে অভিহিত করেছেন।   সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সঞ্জয় রাউত বলেছেন, শরদ পাওয়ার  তাঁর বিদ্রোহীদের সঙ্গে ছত্রপতি শিবাজীর মতই আচরণ করছেন। এখানেই শেষ নয় রাউত আরও বলেছেন,  শরদ পাওয়ার বিদ্রোহীদের সঙ্গে লড়াই করার জন্য গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করছেন এবং তাঁর দল  বিজেপির সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। সঞ্জয় রাউতের কথায়, “যারা দল ছেড়েছেন  তাঁদের বিরুদ্ধে লড়াই করার জন্য শরদ পাওয়ার এবং তার সহযোগীরা গেরিলা যুদ্ধের কৌশল বেছে নিয়েছেন।”

সঞ্জয় রাউত বিজেপির  সঙ্গে শরদ পাওয়ারের সম্ভাব্য যোগসূত্র নিয়ে জল্পনাও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন,  “শারদ পাওয়ার কখনই বিজেপির সঙ্গে জোট করবেন না। তিনি মহা বিকাশ আঘাদি এবং ভারত ব্লকের একজন গুরুত্বপূর্ণ নেতা। এর মানে এই নয় যে তিনি দুটি পাথরের ওপর দাঁড়িয়ে আছেন। শরদ পাওয়ার সম্পর্কে কারও কোনো বিভ্রান্তি নেই।” সঞ্জয় রাউত আরও বলেছিলেন যে শিবসেনা এবং এনসিপি উভয়ই শিকার হয়েছিল তা অস্বীকার করার কিছু নেই। জানিয়ে রাখা ভাল, অজিত পাওয়ার এবং আরও আটজন এনসিপি বিধায়ক ২ জুলাই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের  সঙ্গে হাত মেলান।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved