Home Bengal বুধবার কলকাতায় আসছেন অমিত শাহ! নেপথ্যে রয়েছে কোন কারণ 

বুধবার কলকাতায় আসছেন অমিত শাহ! নেপথ্যে রয়েছে কোন কারণ 

by Shreya Maji
30 views

মহানগর ডেস্ক:  কলকাতায় আসছেন অমিত শাহআগামী ২৯ তারিখ ধর্মতলায় মেগা সম্মেলন বিজেপির। তৃণমূলের ‘বঞ্চনা’ আন্দোলনের পালটা হিসেবে বঙ্গ বিজেপি ১০০ দিনের কাজের টাকা নিয়ে ২১ জুলাইয়ের সভাস্থলেই সমাবেশের আয়োজন করেছে । সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির সেই সভায় বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির থাকবেন শাহ।

সূত্রের খবর,সোমবার অর্থাৎ আজ তিনি সফরের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের কাজে ব্যস্ত। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বস্তুত ঝটিকা সফরে আসছেন।  জানা গিয়েছে, দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে আগামী বুধবার বেলা ১১টা ৫ নাগাদ অমিত শাহ কলকাতার উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে তার পৌঁছনোর কথা। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন।সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে।

অমিত শাহ দুপুর ২টো থেকে মঞ্চে বক্তব্য রাখতে পারেন। সেখানে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা। তার পর একই পথে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। কলকাতা থেকে দিল্লিগামী বিমান রয়েছে ৩টে ৪৫ মিনিট নাগাদ। এরপর শাহ সন্ধের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন। প্রসঙ্গত,হাইকোর্টে এই সভার অনুমতি মিলতেই পুলিশের বাঁধা কাটিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিজেপির অন্দরে। সূত্রের খবর, বঙ্গ বিজেপি কলকাতার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য জেলা থেকে দলের কর্মী, সমর্থকদের নিয়ে আসার ব্যবস্থা করছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved