Home Bengal অন্য দেশের রোগীদের জন্য রাজ্যে চালু হচ্ছে নয়া পোর্টাল, মাত্র ২ দিনেই মিলবে মেডিক্যাল ভিসা

অন্য দেশের রোগীদের জন্য রাজ্যে চালু হচ্ছে নয়া পোর্টাল, মাত্র ২ দিনেই মিলবে মেডিক্যাল ভিসা

by Mahanagar Desk
14 views

মহানগর ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হতে চলেছে নয়া পোর্টাল। যাতে সহজে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যে আসা রোগীরা ভিসা পায় তার জন্যে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ পোর্টাল তৈরি করছে। কমবেশি এক থেকে দেড় মাস সময় লাগে এখন ভিসার জন্যে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে সেই সময়টা কমিয়ে মাত্র দুদিনে নিয়ে আসার চেষ্টা করছে। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে সম্প্রতি এই নিয়ে দপ্তরের সচিব রাজীব কুমার বৈঠক করেন।

স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “ভিসা প্রক্রিয়া আরও বেশি রোগীভিত্তিক করা এই পোর্টালের লক্ষ্য। রোগীর পরিবার যেন লজিস্টিক অ্যান্ড ট্রান্সপারেন্ট ইনফরমেশন পান। কোন হাসপাতাল কীভাবে কাজ করছে এগুলো যেন স্পষ্ট করে জানার ব্যবস্থা থাকে।” তবে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের উপদূতাবাসের প্রতিনিধি পরবর্তী বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

‘অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া’-র সভাপতি রূপক বড়ুয়া জানান যে সেখানেই এই বিষয়ে বিশদ আলোচনা হয়। তাঁর কথা অনুযায়ী , “রাজ্য সরকার মেডিক্যাল টুরিজমের পরিধি বাড়াতে চাইছে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে ফি বছর প্রচুর রোগী আসেন বাংলায়। ভিসা প্রক্রিয়া সহজ সরল হলে রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে।” নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ভিসা সংক্রান্ত পোর্টালটি চালু হয়ে যাবে দুসপ্তাহের মধ্যে। সেক্ষেত্রে এই নীতির সুবিধা পাবেন চব্বিশের শুরু থেকেই পড়শি দেশের নাগরিকরা। অর্থাৎ, ভিসা মঞ্জুর হয়ে যাবে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved