Home Bengal পুলিশের ‘না’ উড়িয়ে বিজেপির ধর্নায় ‘হ্যাঁ’ আদালতের

পুলিশের ‘না’ উড়িয়ে বিজেপির ধর্নায় ‘হ্যাঁ’ আদালতের

জড়ো করা যাবে না ১৫০-র বেশি লোককে।

by Pallabi Sanyal
37 views

মহানগ ডেস্ক : সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্না কর্মসূচিতে পুলিশের ‘না’ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। পুলিশের তরফে অনুমতি না মিললেও পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজপির রজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবশেষে আদালতের তরফে অনুমতি মিলছে। তবে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তিনদিনের যে কর্মসূচি নিয়েছিল বিজেপি তা কমিয়ে ২ দিন করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের অনুমতি নিয়ে বুধ ও বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে পারবে তারা। তবে ব্যবহার করা যাবে না লাউড স্পিকার। জড়ো করা যাবে না ১৫০-র বেশি লোককে। সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজন করতে হবে কর্মসূচির।

প্রসঙ্গত,উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে জানিয়ে বিজেপির আবেদন খারিজ করে দিয়েছল কলকাতা পুলিশ। সেনার তরফে অনুমতি মিললেও তাই ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় বঙ্গ বিজেপি শিবিরকে। এদিন বিচারপতি কৌশিক চন্দ বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। সরকার বা পুলিশ সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved