মহানগর ডেস্ক: চব্বিশে লোকসভা ভোটের আগে ময়দানে নেমে মতুয়াদের ভোট ব্যাঙ্কে নজর বিজেপির। সেই বার্তা দিতেই এ রাজ্যে এসে নাগরিকত্ব আইন (সংশোধনী) নিয়ে মতুয়াদের আশ্বাসবাণী শোনালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের জমায়েতে জানালেন নাগরিকত্ব আইন সংশোধনের খশড়া আগামী বছরের মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে। কেন্দ্রীয়মন্ত্রী তথা উত্তর প্রদেশের বিজেপি সাংসদ জোরের সঙ্গে জানান বাংলাদেশে পালিয়ে যাওয়া মতুয়াদের কাছ থেকে নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে রেখে মঞ্চ থেকে প্রতিমন্ত্রী জানান সিএএ চালু করার প্রক্রিয়া গত কয়েক বছরে বিশেষ গুরুত্ব পেয়েছে। কিছু ইস্যু বাছাই করা হয়েছে।
পরের বছর মার্চের মধ্যে সিএএ বাস্তবায়িত হবে। প্রস্তাবিত সিএএ আইনে ২০১৪ সালের একত্রিশে ডিসেম্বরে আফগানিস্তান, বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু,শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিদের জন্য ভারতীয় নাগরিকত্বের পক্ষে সওয়াল করার কথা উল্লেখ রয়েছে। বিজেপি প্রতিমন্ত্রীর দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানান একমাত্র ভোটের সময়ই বিজেপির মতুয়া ও সিএএ-র কথা মনে পড়ে। গেরুয়া দল কোনওদিনই এ রাজ্যে সিএএ চালু করতে পারবে না। তাঁর পাল্টা দাবি বিজেপির ভাঁওতা মতুয়া ও অন্যান্যদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। পরের বছরের সমস্ত নির্বাচনে বিজেপি হালে পানি পাবে না। তৃণমূল কংগ্রেসের সাংসদের কথায়, মতুয়াদের এদেশে নাগরিক হিসেবে অধিকার নিশ্চিত করবে তাঁদের দল। তবে বিজেপির মতো নয়,সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যে কাজ করে যাবে।