স্পোর্টস ডেস্ক: রবিবার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি প্রকাশ করল তাদের রিটেন ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল, গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে রিটেন করল ফ্রাঞ্চাইজি। হঠাৎ করেই গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) তাঁর প্রাক্তন ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার খবর উঠে এসেছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল গুজরাট টাইটান্স ম্যানেজমেন্ট। এদিকে আবারও উলটপূরান। জানা যাচ্ছে, নিজের প্রাক্তন ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সেই ফিরে আসছেন হার্দিক।
হার্দিককে কিনতে গেলে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের আর্থিক দিক শক্তিশালী করতে হত। পাণ্ডিয়ার ট্রেডের জন্য ক্যামেরন গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ১৭.৫ কোটি টাকার ট্রেড করল।
এই আর্থিক কৌশলটি কেবল গুজরাট টাইটান্সের সঙ্গে পাণ্ডিয়ার (Hardik Pandya) ট্রেড সম্পূর্ণ করতেই সহায়তা করে না বরং ১৯ ডিসেম্বর দুবাইতে আসন্ন আইপিএল ২০২৪ নিলামে মুম্বইয়ের পার্সও যথেষ্ট শক্তিশালী হবে। হার্দিকের এই চুক্তিটি তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সমঝোতা হয়েছে – মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিসিসিআই এবং আইপিএল-এর অভ্যন্তরীণ সূত্র অনুসারে, এই অর্থ -শুধু বাণিজ্যের জন্য একটি আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। যদিও ট্রেডের নির্দিষ্ট মূল্য অপ্রকাশিত রয়ে গিয়েছে, আগামী বছরের জন্য পাণ্ডিয়ার লিগ ফি ১৫ কোটি।
যদিও ট্রেডিং উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকবে। এটি ১২ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। তবে তিনটি ফ্র্যাঞ্চাইজিই রবিবার সন্ধ্যায় ট্রেড শেষ করে দিয়েছে। এই লেনদেন সম্পর্কে ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই থেকে অফিসিয়াল ঘোষণা শীঘ্রই প্রকাশ হতে চলেছে। গুজরাট দল গত দুই মরশুম ধরে আইপিএল খেলছে এবং গত দুই মরশুমেই দল হার্দিকের অধিনায়কত্বে ফাইনালে উঠেছে। ২০২২ সালে গুজরাট দল চ্যাম্পিয়ন হয়েছিল। জানা গিয়েছিল যে, হার্দিক গুজরাট ছেড়ে যেতে প্রস্তুত এবং মুম্বই ট্রেড উইন্ডোর মাধ্যমে তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। হার্দিককে ছেড়ে দিতে প্রস্তুত ছিল গুজরাটও। শেষমেশ তেমনটাই হচ্ছে।