Home Bengal তৃণমূলের মঞ্চে দিলীপ, “জয় বাংলা” স্লোগানে একাকার পদ্ম-প্রার্থীর ভাষণ!

তৃণমূলের মঞ্চে দিলীপ, “জয় বাংলা” স্লোগানে একাকার পদ্ম-প্রার্থীর ভাষণ!

by Mahanagar Desk
55 views

মহানগর ডেস্ক : আবার সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোটপ্রচারে যাওয়ার সময় ইদ উপলক্ষে তৃণমূলের এক কর্মসূচিতে আচমকাই ঢুকে পড়েন দিলীপ ঘোষ। তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে বসে দিলীপ ঘোষ চুমুক দিলেন শরবতে। শাসকদলের নেতা-কর্মীদের “জয় বাংলা” স্লোগানের মধ্যে মাইক হাতে দিলীপ ঘোষ বক্তৃতাও করলেন। আর জয় বাংলা স্লোগানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল বিজেপি প্রার্থীর ভাষণ।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতর্ভ্রমণ সেরে পূর্ব বর্ধমানের ভাতারে ভোটপ্রচারে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। পথে তালিতের দিঘিরপাড়ে ইদ উপলক্ষে তৃণমূলের এজটি কর্মসূচি চলছিল, সেখানে সোজা চলে যান দিলীপ ঘোষ। বাঘাড়-২ অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইদ উপলক্ষে জলছত্রের আয়োজন করা হয়েছিল। বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান-১ ব্লক তৃণমূলের সভাপতি কাকলি তা সেখানে উপস্থিত ছিলেন। আচমকা সেখানেই পৌঁছে যান দিলীপ। মিনিট পাঁচেক থাকার পর সেখান থেকে বেরিয়ে ভাতারের ওড়গ্রামের উদ্দেশে রওনা হন তিনি। তৃণমূলের কর্মসূচি থেকে বেরোনোর পর দিলীপ বলেন, ‘‘ইদ আনন্দের উৎসব। মুসলিম ভাইবোনেরা ছিলেন। তৃণমূলেরও লোক ছিল। আজ ইদ, পরে রামনবমীও হবে। আমি চাই, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হয়।’’

দিলীপ ঘোষ আবার প্রমাণ করলেন, তিনি যেখানে পৌঁছন সেখানেই সংবাদ শিরোনামে তিনি উঠে আসেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved