Home Bengal “বহরমপুরে হারলে রাজনীতি ছেড়ে দেব, আপনি ছাড়বেন?” মমতাকে চ্যালেঞ্জ অধীরের

“বহরমপুরে হারলে রাজনীতি ছেড়ে দেব, আপনি ছাড়বেন?” মমতাকে চ্যালেঞ্জ অধীরের

by Mahanagar Desk
17 views

মহানগর ডেস্ক : রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বসলেন। অধীর বললেন, ‘‘আমার গড় নড়বড়ে নয়। নড়বড়ে হলে আমি বিক্ষোভ দেখাতাম। কিন্তু কেসটা উল্টো হচ্ছে।’’ তিনি কি ছ’বারের সাংসদ হতে পারবেন? অধীর সেই প্রশ্নে চ্যালেঞ্জ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে।

রবিবার অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুট্টি নিয়ে নেব। এত বড় কথা বলে দিলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন যে, বহরমপুর জিতলে তাঁর জয় বা হারলে তাঁর হার হবে?’’

ভোট প্রচারের শুরু থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভা থেকে বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। বাংলায় বাম-কংগ্রেসকে কখনও বিজেপির “দালাল”,  কখনও বিজেপির কাছ থেকে কিছু নিয়েছে বলেও কটাক্ষ করছেন মমতা। সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতাকে নতুন শব্দে বিঁধলেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘নীতীশ কুমার যেমন পাল্টুকুমার হয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তেমনই বাংলার দিদিও পাল্টিকুমারী হয়ে পালিয়ে গিয়েছেন।’’

ভোট পর্বের শুরুর আগে থেকেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতার কথাবার্তা হয়েছিল। কিন্তু সেই পর্বে সর্বভারতীয় কংগ্রেসের নেতারা তৃণমূল সম্পর্কে নরম মনোভাব দেখালেও অধীর চৌধুরী তৃণমূল-বিরোধিতায়  আগ্রাসী অবস্থানেই ছিলেন। মমতা যখন স্পষ্ট করে দিলেন বাংলায় তাঁর দল একক ভাবে ৪২টি আসনে লড়বে, সেই সময় তৃণমূল সমাজমাধ্যমে প্রচার করেছিল, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া ভেস্তে দেওয়ার এক এবং অন্যতম কাণ্ডারীর হলেন অধীর রঞ্জন চৌ‌ধুরী।

রবিবার অধীর বলেন, ‘‘আমার সঙ্গে মমতার বিরোধ সর্বজনবিদিত। উনি কি কখনও বলেছিলেন, অধীর থাকলে ‘ইন্ডিয়া’য় থাকব না?’’ কথা প্রসঙ্গেই বিজেপির সঙ্গে তৃণমূলের ‘বোঝাপড়া’র অভিযোগ এদিন তুলেছেন অধীর। তাঁর কথায়, ‘‘বোঝাপড়া রয়েছে বলেই অনেক ঢক্কানিনাদের পর ডায়মন্ড হারবারে বিজেপি ওই রকম প্রার্থী দিয়েছে। যাতে খোকাবাবুর অসুবিধা না হয়। এক জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে আর এক জন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও জেলে। কিন্তু খোকাবাবুকে যাতে জেলে যেতে না হয়, তাই দিদি বোঝাপড়া করে নিয়েছেন।’’ তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে ‘বোঝাপড়া’ রয়েছে বলেই বাংলায় আরএসএসের শাখা আজ এত বৃদ্ধি পেয়েছে। অধীর আরও বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় একটা বুথেও ওদের ভোট লুঠ করতে দেব না।’’

রবিবার অধীর রঞ্জন চৌধুরী বিশেষ কাজে কলকাতায় এসেছিলেন। তারপর আচমকাই সকালে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয়েছিল। এ-ও জানানো হয়, ওই সাংবাদিক বৈঠকে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যাম বিমান বসুও। বিমান বসুকে পাশে নিয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক যোগে লড়াইয়ের ডাক দেন কংগ্রেসের এই প্রবীণ ও লড়াকু নেতা অধীর। অধীর বুঝিয়ে দেন, বহরমপুরে রাজনীতিতে না পেরে তৃণমূল তাঁর সঙ্গে অসভ্যতা করছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved