Home Bengal মালদহে মমতা বললেন, “৪০০ পার নয় ওরা পগারপার”, পাল্টা দিলেন শুভেন্দু

মালদহে মমতা বললেন, “৪০০ পার নয় ওরা পগারপার”, পাল্টা দিলেন শুভেন্দু

by Mahanagar Desk
280 views

মহানগর ডেস্ক : মমতা বললেন, বিজেপি  বলছে ৪০০ পার করবে! কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালায় ভোট পাবে না। বিজেপি তামিলনাড়ুতে ভোট পাবে না। গত বার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ওরকম ওরা বলে ২০২১ সালে বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছিল। এ বারও একই অবস্থা হবে। ৪০০ পার নয় ওরা পগার পার হবে।’’

লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, বিজেপির এই হুমকির জবাবে বিজেপিকে আক্রমণ করে মমতা এদিন বলেন, ‘‘ওদের বড় সাহস! বলছে লক্ষ্মীরভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন সাহস ভাল কিন্তু দুঃসাহস ভাল নয়।’’

মমতা এদিন মালদা সহ রাজ্যবাসীকে অভয় দিয়ে বললেন, “আপনারা ভয় পাবেন না, ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না।” পাশাপাশি নিজের ও তৃণমূলের পক্ষে সওয়াল করে মমতা বলেন, মমতা বললেন, “বিজেপির বিরুদ্ধে যদি কোনও দল কাজ করে, তবে সেটা কংগ্রস বা সিপিএম নয়। সেটা তৃণমূল।”

একটা দেশের সরকার গড়ার নির্বাচনে কোনও রকম উন্নয়নের, পরিকল্পনার, স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের স্লোগান নেই। শুধুই তৃণমূল বিজেপিকে বিজেপি তৃণমূলকে গালাগাল করে নির্বাচনী প্রচার চালাচ্ছে।

মমতা এদিন মালদার মানিকচকের সভা থেকে সুবিচার, দেশের মানুষের স্বার্থ, নাগরিকত্ব ইত্যাদি ইস্যুতে বিজেপির সমালোচনা করে বলেন, “ওরা সুবিচার দেবে না, দেশের মানুষের স্বার্থ সিরষিত হবে না, তাই নো ভোট টু বিজেপি এবং অন্য কোনও দলকে ভোট দেবেন না, শুধু তৃণমূলকে ভোট দিন।”

এদিকে ওই একই জেলার রতুয়ায় সভা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএএ ইস্যুতে মমতার সমালোচনা করে বলেন, “কে আপনি হরিদাস পাল যে সিএএ করতে দেবেন না?” সুভেন্দু এদিন বলেন, “মমতা ভয় দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়। শুনে রাখুন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ৩ হাজার টাকা করে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে।”
মমতা বলেন, “মাদলদার দুটো আসনের একটাও আমরা কোনওদিন পাইনি। এবার দুটো আসনেই আমাদের জিতিয়ে দিন।”
মানিকচকে মমতার এই আবেদনের উত্তরে রতুয়া থেকে শুভেন্দু বলেন, “মালদার দু’টো আসনই এবার বিজেপিকে দিন। মোদীজীকে তিন বারের জন্য দেশের প্রধানমন্ত্রী করার কাজে যোগ দিন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved