Home Bengal জোর টক্কর , অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরিপ্রার্থীকে প্রার্থী করল  ISF

জোর টক্কর , অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরিপ্রার্থীকে প্রার্থী করল  ISF

by Pallabi Sanyal
38 views
মহানগর ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে এবারে তমলুকে হবে হাড্ডাহাড্ডি লড়াই।  তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থীকে প্রার্থী করল আইএসএফ( ISF)। তমলুকে নওশাদ সিদ্দিকীর দল ভরসা রেখেছে মহিউদ্দিন আহমেদ ওরফে মাহিকে।
২০১৬ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে যখন আসীন ছিলেন বর্তমান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এজলাসেই মামলা করেন চাকরিপ্রার্থী মাহি। চাকরিপ্রার্থীদের কথা মেলে ধরবেন বলেই জানিয়েছেন তিনি। আরো বলেন, “আইনের দোহাই দিয়ে নিয়োগ আটক রয়েছে। “
নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে বঞ্চিত হয়েছে যোগ্য প্রার্থীরা। আজও তাদের আন্দোলন জারি। এদিকে বিচারপতি থেকে জননেতা হয়ে উঠেছেন প্রাক্তন বিচারপতি। বিপরীতে প্রার্থী চাকরিপ্রার্থী। সব মিলিয়ে তমলুক নিয়ে টানটান উত্তেজনা।  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “যে কোনও ব্যক্তি যে কোন আসন থেকে ভোটে লড়তে পারেন। প্রচার করতে পারেন। তিনি তার মতো করে প্রচার করবেন। আমরা আমাদের মতো করে প্রচার করব।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved