Home Bengal লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ মাত্র ৩ মাস!

লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ মাত্র ৩ মাস!

৫০০ থেকে ১০০০ টাকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

by Pallabi Sanyal
110 views

মহানগর ডেস্ক : ৫০০ থেকে ১০০০ টাকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মহিলা ভোটকে টার্গেট করে ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছে বিরোধীরা। এবার ভরা সভায় বড় কথা বলে দিলেন বিজেপির এক নেত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ নাকি মাত্র তিন মাস! এমনই মন্তব্য করে বেকায়দায় পড়েছেন তিনি। কোচবিহারের একটি জনসভা থেকে বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে এই কথা বলতে শোনা যায়। তাঁর বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে।

 

তৃণমূল এক্সে কড়া সামালোচনা করে দাবি করেছে,বিজেপির নারী-বিরোধী মানসিকতার আরেকটি উদাহরণে, সোমবার কোচবিহারের দিনহাটায় এলওপি শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন, বিজেপি মহিলা মোর্চা নেতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এই ফ্ল্যাগশিপ স্কিমটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। বিজেপির এই নারী-বিরোধী মানসিকতার কারণে তাঁদের নিজেদের নেত্রী সভা চলাকালীন এটিকে বন্ধ করে দেওয়ার কথা জানাচ্ছেন এবং এটিকে ভিক্ষার সমতুল্য হিসেবে পরিবেশিত করছেন।

জেলা নেত্রীকে ওই ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, ”আগামী ৩ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার। আমরা ভিক্ষা চাই না, আমরা স্বনির্ভর হতে চাই। এই লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে এই সরকার ২০২৫ সালের মধ্যে পতন হবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved