Home Bengal আগামী ৩ মে কৃষ্ণনগর, বোলপুর, বর্ধমান পূর্ব কেন্দ্রে তিনটি সভা করবেন মোদী

আগামী ৩ মে কৃষ্ণনগর, বোলপুর, বর্ধমান পূর্ব কেন্দ্রে তিনটি সভা করবেন মোদী

by Mahanagar Desk
32 views

মহানগর ডেস্ক: রাজ্যে ও দেশে সবেমাত্র লোকসভা ভোটের দু দফা মিটেছে, এখনও পাঁচ দফা ভোট বাকি দেশে ও রাজ্যে। ইতিমধ্যেই বাংলার ৪২ আসনের মধ্যে উত্তরবঙ্গের ৬ টি লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নেই ভোট পর্ব সম্পন্ন হয়েছে। দক্ষিণবঙ্গে এবার ভোট শুরু হতে চলেছে। আগামী ৭ মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোটগ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও। আর তার আগে ফের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী ৩ মে নরেন্দ্র মোদি দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করবেন। এই সভা তিনটি হবে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব  ও বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের প্রচারে। এই প্রচারের চূড়ান্ত সূচি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, শুরু হয়েছে জনসভার প্রস্তুতি।

গত ২০১৯ -এর লোকসভা নির্বাচনের  তুলনায় বাংলা থেকে চব্বিশের নির্বাচনে আরও বেশি আসন পাওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি। সেই লক্ষ্যে লাগাতার বাংলায় প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। ইতিমধ্যে বাংলায় ৭ বার নির্বাচনী প্রচারে এসে ৯টি জনসভা করেছেন মোদি। ৩ মে তিনি বাংলায় এসে আরও তিনটি সভা করার পর তাঁর বাংলায় এক ডজন নির্বাচনী জনসভা সম্পূর্ণ হবে। আমরা দেখেছি, মোদী বাংলায় এসে কখনও বাংলায় বক্তৃতা শুরু করেছেন, আবার কখনও বাংলার মনীষীদের প্রসঙ্গ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী, সবটাই তিনি করছেন বঙ্গবাসীর মন জয়ের জন্য সেটাও স্পষ্ট হয়ে গেছে। এরই পাশাপাশি সন্দেশখালি, এসএসসি নিয়োগ দুর্নীতি, ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, চাকরি বিক্রি ইত্যাদি ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করছেন প্রধানমন্ত্রী।

আগামী ৩ মে, শুক্রবার নরেন্দ্র মোদী একইদিনে তিনটি জনসভা করবেন দক্ষিণবঙ্গের কৃষ্ণনগরের তেহট্ট, বোলপুর ও বর্ধমান পূর্বে, বিজেপি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে পরাস্ত করতে এবার বিজেপির বাজি ‘রাজমাতা’ অমৃতা রায়। তিনি প্রার্থী হওয়ার পরই ফোনে তাঁর সঙ্গে কথা বলে তাঁকে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার অমৃতা রায়ের হয়ে নির্বাচনী প্রচার করবেন মোদী।

বোলপুরের বিজেপি প্রার্থী গৃহবধূ পিয়া সাহা। তাঁর হয়েও ৩ মে প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদী।  এছাড়া বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গেরুয়া প্রার্থী কবিয়াল অসীম সরকারের সমর্থনে হবে মোদীর জনসভা। উল্লেখ্য, তিনটি কেন্দ্রেই বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষত কৃষ্ণনগর রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র। তাই দক্ষিণবঙ্গে প্রচারের শুরু সেখান থেকেই করতে আগ্রহী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের  প্রচার এই কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল বলছে মোদী যতই বাংলায় আসুন বাংলার মানুষ তাঁকে প্রত্যাখ্যানই করছে এবং করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, “ওরা বলছে ইস বার ৪০০ পার, আমি বলছি ইস বার পগারপার।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved