মহানগর ডেস্ক: চালকের তৎপরতায় রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। সোমবার ভোরে ট্রেনটি দুর্ঘটনার কবলে পরে । ট্রেনটির সংঘর্ষ হয় লরির সঙ্গে।সূত্রের খবরে জানা গিয়েছে,একটি পণ্যবাহী লরি ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেল লাইনে চলে আসে।
এদিকে রাধিকাপুর এক্সপ্রেস সেই সময় ওই লাইন দিয়েই গন্তব্যের দিকে এগোচ্ছিল। লাইনের উপর লরি দেখে লোকো পাইলট ব্রেক কষায় ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। যদিও রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন লেগে যায় এমার্জেন্সি ব্রেক কষার ফলে। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা দৌড়ে এসে। বালি বোঝাই লরির সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর অপর একটি ইঞ্জিন নিয়ে আসা হয় যাতে আপ রাধিকাপুর এক্সপ্রেস গন্তব্যস্থলে পৌঁছতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আপ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে রাধিকাপুর যাচ্ছিল। ফরাক্কার বল্লালপুরে আচমকা রেল লাইনের উপর চলে আসে একটি লরি। তা দেখে দ্রুত এমার্জেন্সি ব্রেক কষেন রাধিকাপুর এক্সপ্রেসের চালক। নিরাপদে রয়েছেন ট্রেনের সমস্ত যাত্রীরাই। লরির চালক এবং খালাসি গাড়ি থেকে ঝাঁপ দেওয়ায় নিরাপদেই রয়েছেন। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং সেখানে হাজির হন নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশ। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন সরানোর কাজ।যত দ্রুত সম্ভব পরিষেবা সচল করার চেষ্টা চালানো হচ্ছে।