মহানগর ডেস্ক: চার রাজ্যের মধ্যে তিন রাজ্য বিজেপির দখলে। লোকসভা নির্বাচনের আগে সেমিফাইলানে বিরোধীদের গোলে গোলে হারাচ্ছে। ছত্তিশগড় এবং রাজস্থান কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে গেরুয়া বাহিনী। এই বিপুল জয় নিয়ে মুখ খুলেছেন উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। বিরাট এই সাফল্যের পিছনে থাকা কারণের কথা জানিয়েছে। জোর দিয়েছেন নারী শক্তির উপর।
তিন রাজ্যে গেরুয়া ঝড় প্রসঙ্গে নমো বলেছেন, “আজকের বিশেষ দিনে নারীশক্তির আহ্বান জানাচ্ছি। নারীশক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেলের এক মহত্বপূর্ণ স্তম্ভ। নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মহিলাদের মনে শুধুই বিজেপি।” মোদীর গ্যারান্টি প্রসঙ্গে বলেছেন, “দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদীর গ্যারান্টি।”
এখানেই শেষ নয় কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর প্রধানমন্ত্রীর(Pm Modi) মন্তব্য, “এই জয়ে আমার দায়িত্ব আরও বাড়ল। ১০০ শতাংশ প্রতিশ্রুতি পালন করবে বিজেপি। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।” তাঁর উপর আস্থা রাখার উপরে এদিন জোর দিয়েছেন মোদী। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির উপর ভরসা রাখার কথাই বলেছেন। মোদীর কথায়, “যেখানে আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়।” শুধু প্রধানমন্ত্রী নয় জয় নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা। জেপি নাড্ডা বলেছেন, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি ভারতে কাজ করে। জাতপাতের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করার অভিযোগে বিরোধী ইন্ডিয়া জোটের নিন্দাও করেছেন।