Home Bengal মতুয়াদের নিয়ে মিথ্যা বলছেন শান্তনু! দাবি বিশ্বজিতের

মতুয়াদের নিয়ে মিথ্যা বলছেন শান্তনু! দাবি বিশ্বজিতের

শান্তনু ঠাকুরের দাবি, ১০,০০০ মতুয়া সিএএ-র জন্য আবেদন করেছেন।

by Pallabi Sanyal
46 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ। আর মতুয়ারা তাতে খুশি বলেই দাবি বিজেপির। মতুয়া গড়ের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের দাবি, ১০,০০০ মতুয়া সিএএ-র জন্য আবেদন করেছেন। এবার পাল্টা শান্তনুর বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনলেন তৃণমূলের বনগাঁর প্রার্থী বিশ্বজিৎ দাস।

শান্তনু ঠাকুরেরর দাবি কতটা সত্য তা নিয়ে সন্দিহান সবপক্ষই। যদিও এই দাবির সঙ্গে প্রমাণ হিসাবে কোনও নথি দেখাননি। কিন্তু দলীয় কর্মীদের নিয়ে গাইঘাটা বাজারে প্রচারে বেরিয়ে শান্তনু ঠাকুর এমনই দাবি করলেন। সিএএ-র আবেদন নিয়ে শান্তনু ঠাকুর বলেন, ”‌সিএএ হচ্ছে মানুষের অধিকার। যাঁরা এপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তাঁরা বাংলাদেশের নাগরিক। তাঁরা ভারতবর্ষের নাগরিক নয়। তবে তাঁদের অবশ্যই নাগরিকত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার কী বলছে না বলছে তাতে কিছু যায় আসে না। আমরা মতুয়া মহাসংঘের কার্ড করিয়ে দিচ্ছিলাম, যাতে এই মানুষগুলি অসুবিধায় না পড়ে।”

শান্তনু আরো বলেন, ”এঁদের আমরা সিএএ-র জন্য আবেদন করাচ্ছি। ১০ হাজার লোক আবেদন করেছেন। আর যাঁরা নতুন করে আসবেন তাঁদের জন্য আমরা শিবিরের আয়োজন করব।” পালটা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন , ”শান্তনু শুধু মিথ্যা কথা বলেন। এই পাঁচ বছরে এই একটাই কাজ শিখেছে। মিথ্যে কথা বলা। একজন মতুয়াও সিএএ–তে আবেদন করেননি। আর সরকারিভাবে কতজন মতুয়া নাগরিকত্বের জন্য আবেদন করেছেন?‌ তার কোনও পরিসংখ্যান দেয়নি।”

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved