Home Bengal শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার সামনে অবস্থানে সুকান্ত

শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার সামনে অবস্থানে সুকান্ত

by Mahanagar Desk
39 views
মহানগর ডেস্ক :  শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার সামনে অবস্থানে বসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি থানায় গিয়ে কেন বিকাশ সিংহকে গ্রেফতার করা হশেছিল এবং এখনও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে কথা বলতে চান। পুলিশ সন্দেশখালি থানায় ঢুকতে না দিলে থানায় যাওয়ার পথে পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থানে বসে পড়েন সুকান্ত। সুকান্তকে অবশেষে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সন্দেশখালি থানার পুলিশ গ্রেফতার করল। পুকিশের বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্তকে।
এদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে বৃহস্পতিবার ফের কুণাল ঘোষ বলেন, “সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে সেই অর্থে কোনও ক্ষোভ নেই, স্থানীয় দাদাগিরি, কিছু জমি কেড়ে নেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এটা সিঙ্গুর, নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেনি।” এদিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “তৃণমূল সরকারটা অপরাধীদের সরকারে পরিণত হয়েছে, তাই শেখ শাহজাহানকে না গ্রেফতার করে সাংবাদিক, সম্পাদকদের নামে মামলা দেওয়া হচ্ছে। যে শিবু হাজরাকে পুলিশ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে তারই অভিযোগের ভিত্তিতে সিপিএমের সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালিতে কত কিছু দেখালেন, কই শেখ শাহজাহানকে তো গ্রেফতার করল না।”
বৃহস্পতিবার সুকান্ত মজুমদার সন্দেশখালি থানার সামনে পুলিশি বাধা পেয়ে, থানায় ঢুকতে না পেরে ঘটনাস্থলেই বসে পড়েন। সুকান্তর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রাজ্য সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। সুকান্ত বলেন, “শেখ শাহজাহানকে গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান প্রত্যাহার করা হবে না।” পাশাপাশি সন্দেশখালি ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যে আমাদের সরকার এলে যোগী রাজ্যের মতো অপরূধীদের দাওয়াই দেব।” এদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌচিক চন্দ রাজ্য পুকিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সন্তু পানকে গ্রেফতারি মামলায় বলেছেন, যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে সেই মূল অভিযুক্তকে পুলিশ ধরতে পারছে না, অন্যদিকে সৎ সাংবাদিকদের পুলিশ ধরছে। এরপরই সন্তু পানকে জামিন দিয়ে তাঁর বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন।
এদিকে সন্দেশখালিতে পুলিশ ও তৃণমূলের সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতারা বাড়িবাড়ি গিয়ে বৃহস্পতিবার বাধার মুখে পড়েন। গ্রামের মানুষরা পুলিশ এবং তৃণমূলের সন্দেশখালির বিধায়ককে প্রশ্ন করেন, “এতোদিন পুলিশ, বিধায়ক কোথায় ছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির বাসিন্দাদের বহিরাগত বলছেন? শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এবং শেখ শাহজাহানের সাগরেদ এবং ইডিকে যে মেরেছিল বলে অভিযোগ সেই আখতার সন্দেশখালি এসে হুমকি দিয়ে যায়, বলে তোদের কে বাঁচায় দেখবো।”
শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে জমি লুঠের অভিযোগ ওঠে বৃহস্পতিবার, পুড়িয়ে দেওয়া হয় তার ভেড়ি সংলগ্ন বেড়ার বাড়ি।  এদিকে ৪৯ দিন আগেও ডিজিপি বলেছিলেন, “দোষীদের ছাড়া হবে না।” ৪৯ দিনের মাথায়ও সন্দেশখালিতে দাঁড়িয়ে ডিজিপি রাজীব কুমার বলেন, অপরাধীদের ছাড়া হবে না।” তবে এখনও শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আর শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিতে এখন সন্দেশখালি থানার সামনে অবস্থানে সুকান্ত মজুমদার এবং বিজেপি সঙ্গে প্রচুর মহিলা গ্রামবাসী।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved