Home Bengal “পুলিশের সামনে মাটিতে ছুড়ে ফেলা হল জাতীয় পতাকা”, সুর চড়ালেন শুভেন্দু

“পুলিশের সামনে মাটিতে ছুড়ে ফেলা হল জাতীয় পতাকা”, সুর চড়ালেন শুভেন্দু

by Ritika Chakraborty
1 views

 

 

 

বসিরহাট: স্বাধীনতা দিবসেই মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে পতাকা। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিও শেয়ার করে দোষীদের শাস্তির দাবি জানান শুভেন্দু। “পশ্চিমবঙ্গে এমন ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে”, বললেন তিনি।

বসিরহাটের ইতিন্দায় নাকি স্বাধীনতা দিবসের দিনে এমন নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন শুভেন্দু। অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই জমি নিয়ে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা ছড়ায়। তারপর এক কিশোর স্থানীয়দের একাংশের কথায় ছাদে উঠে জাতীয় পতাকা খুলে মাটিতে ছুড়ে ফেলে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন বসিরহাটের ইতিন্দার ঘটনা নিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা লজ্জায় মাথা হেঁট করে দেয়। ভারতীয় পতাকাকে তুলে মাটিতে ফেলে দেওয়া হয়েছে”। পুলিশের সামনেই এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

 

জাতীয় পতাকার অবমাননা নিয়ে আইনের কথা উল্লেখ করে শুভেন্দু লেখেন, “ভারতের জাতীয় পতাকা বা ভারতের সংবিধানকে পুড়িয়ে ফেলা, বিকৃত করা, ধ্বংস করা, পদদলিত করা বা অবমাননা করা হল অপরাধ। এই অপরাধের জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পরে। দুঃখজনকভাবে এখানে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে।” ঘটনার পর মুখ্যসচিব, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, উত্তর ২৪ পরগনার জেলার শাসককে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শুভেন্দু।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved