মহানগর ডেস্ক : “খেলা হবে”, স্লোগানটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হামেশাই শোনা যায়। সেই স্লোগানকে সামনে রেখে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান একটি বিশাল মাঠ দখল করে রেখেছিল। সেই মাঠের দেওয়ালে শেখ শাহজাহান ফ্যান ক্লাব লেখা ছিল। সেই নামই এবার উধাও হয়ে গিয়েছে।
দেওয়ালে মুখ্যমন্ত্রীর মুখ, শেখ শাহজাহানের মুখ আঁকা ছিল। ২০২২ সালে এই মাঠে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, উদযাপিত হয়েছিল খেলা হবে দিবস। সেই দখল হওয়া মাঠ বৃহস্পতিবার ফিরে পেল সন্দেশখালির মানুষ। পুলিশ, স্থানীয় বিধায়ক, জেলা পুলিশের কর্তা শাহজাহান শেখ ফ্যান ক্লাব লেখা দেওয়াল চুনকাম করে সাদা করে দিল। খেলা হল, শেখ শাহজাহান ছাড়া। এই ঘটনায় একটা প্রশ্ন উঠে আসছে সন্দেশখালির সাধারণ মানুষের মুখে। তারা বলছেন, গত ৮/৯ বছর আগে মাঠটি দখল করে নেয় শেখ শাহজাহান। এই মাঠে বড় লোহার গেট লাগিয়ে দেয় শেখ শাহজাহানের অনুচর উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা।
স্থানীয় মানুষদের অভিযোগ, এই মাঠে স্থানীয় বাসিন্দাদের গরু ঢুকলে গরুর মালিকের শেখ শাহজাহানকে ৩০০ থেকে ৬০০ টাকা জরিমানা দিতে হতো। সেই ত্রাসের হাত থেকে আাপাতত মুক্তি পেলেন স্থানীয় মানুষ। কার? কাদের ইন্ধনে শেখ শাহজাহান বিরাট এই মাঠ দখল করে ছিল সেটাই প্রশ্ন! পুলিশ আজ পারল শেখ শাহজাহানের দখল করা মাঠ সাধারণ মানুষের হাতে তুলে দিতে, এতদিন কেন পারল না?