Home National মুখ্য চরিত্রে ইয়ামি গৌতম, সকলকে Article 370 দেখার অনুরোধ PM Modi-র

মুখ্য চরিত্রে ইয়ামি গৌতম, সকলকে Article 370 দেখার অনুরোধ PM Modi-র

by Mahanagar Desk
25 views

 মহানগর ডেস্ক: এনডিএ সরকার আসার পর জম্মু-কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে Article 370 । মোদী সরকারের এই সিদ্ধান্ত দেশজুড়ে যেমন ব্যপক প্রশংসা কুড়িয়েছে তেমনি বহু ক্ষেত্রে নানা চর্চা-সমালোচনাও হয়েছে। জম্মু-কাশ্মীরে সেই বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়েই হয়ছে সিনেমা। যার মুখ্য চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী ইয়ামি গৌতম। সেই আর্টিকেল ৩৭০ গোটা দেশের মানুষকে দেখার অনুরোধ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর্টিকেল ৩৭০ সিনেমা টি অ্যাকশনে ভরপুর রাজনৈতিক ছবি। ইয়ামি গৌতমকে এখানে একজন ইন্টিলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির ট্রেলারে কাশ্মীরে চলা নৈরাজ্য, দুর্নীতি উঠে এসেছে। এতদিন ধরে কাশ্মীরের গায়ে লেগে থাকা বিশেষ তকমা যে এসবের কারণ , সেটাও বলতে শোনা যায় অভিনেত্রীকে। একই সঙ্গে এই রাজ্যে চলতে থাকা সন্ত্রাসবাদের ভয়াবহ রূপ উঠে আসবে । এই বেআইনি কাজ কীভাবে দমন করা হয় সেটাই  দেখানো হয়েছে ছবিতে। সিনেমাটি জম্মু ও কাশ্মীরে বসবাসকারী এক তরুণ দম্পতি আয়শা এবং সমীরকে ঘিরে তৈরী হয়েছে। তাদের জীবন একটি নাটকীয় মোড় নেয় যখন ৩৭০ ধারা, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা দিয়েছিল।  সমীর, একজন স্থানীয় রাজনীতিবিদ। চলচ্চিত্রটিতে প্রেম, ত্যাগ এবং মানুষের জীবনে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাবের বিষয়গুলিকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁর বক্তব্যে বলেন, “আমি শুনেছি আর্টিকেল ৩৭০ এর উপর নির্ভর করে বানানো একটি ছবি এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে। এটা একটা ভালো বিষয়ে যে এবার মানুষ ছবিটির বিষয়ে সঠিক তথ্য পাবেন।  আমি জানি না ফিল্মটি কিসের জন্য কিন্তু গতকাল আমি টিভিতে শুনেছিলাম যে 370 ধারার উপর একটি ফিল্ম আসছে। ভাল, এটি মানুষের জন্য সঠিক তথ্য পেতে উপযোগী হবে।” প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের একটি ক্লিপ এদিন শেয়ার করেন এই ছবির অভিনেত্রী ইয়ামি গৌতম। তিনি এক্সে সেই কথা প্রচার করে লেখেন, “এটা অত্যন্ত সম্মানের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্টিকেল ৩৭০ ছবিটি নিয়ে কথা বললেন। আমি এবং আমার টিম আশা করছি যে এই ছবির মাধ্যমে আপনাদের সবার প্রত্যাশা আমরা পূরণ করতে পারব।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved