Home Bengal তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট! রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়

তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট! রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়

লোকসভা নির্বাচনের আগে কি সামনে আসবে বড় কোনো তথ্য?

by Pallabi Sanyal
52 views

মহানগর ডেস্ক : রেশন দুর্নীতি মামলায় এবার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি। লোকসভা নির্বাচনের আগে কি সামনে আসবে বড় কোনো তথ্য? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।চার্জশিটে নাম থাকবে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ও তার একাধিক সংস্থার। শঙ্কর আঢ্যর পাশাপাশি এই বিশ্বজিৎ দাসও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন বলে উল্লেখ থাকতে চলেছে চার্জশিটে। এমনটাই খবর ইডি সূত্রে।

বিশ্বজিৎ পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি। এণনটাই দাবি ইডির। তদন্তে জানা যায় যে এজেন্ট মারফত জ্যোতিপ্রিয়র রেশন দুর্নীতির নগদ টাকা পৌঁছে যেত এই ব্যবসায়ীর কাছে।এরপর তিনি সেই টাকা বিদেশে পাঠিয়ে দিতেন হাওয়ালার মাধ্যমে বলে অভিযোগ।

বিশ্বজিৎ একসময় শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ছিলেন। তাঁর সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন বলে অভিযোগ। বস্তুত, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved