Home Bengal চলতি মাসেই শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির!জেনে নিন দিনক্ষণ

চলতি মাসেই শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির!জেনে নিন দিনক্ষণ

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক: লোকসভা ভোটের বাদ্যি বছর ঘুরতেই দেশ জুড়ে বেজে উঠতে চলেছে।রাজ‌্যজুড়ে তার আগে আবার ‘দুয়ারে সরকার’শুরু হচ্ছে। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ ডিসেম্বর থেকে এই জনপ্রিয় সরকারি কর্মসূচি শুরু হতে চলেছে। টানা এক মাস শিবির চলবে।তার মধ্যে আবেদন জমা নেওয়ার পর্ব চলবে ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন পর্যন্ত। তারপর আবেদনকারীদের পরিষেবা দেওয়া হবে ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।

মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন।সূত্রের খবরে জানা গিয়েছে, জেলাশাসকদের সেই বৈঠকে আগামী ১৫ তারিখ থেকে পক্ষকালব‌্যাপী রাজ‌্যজুড়ে দুয়ারে সরকার শুরুর খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় ।সূত্রের খবরে জানা গিয়েছে,পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচের উপর এবারের শিবিরে রাজ‌্য সরকার জোর দিচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ‌্য সরকারের যে সমস্ত কাজ এখনও শুরু করা যায়নি, সেগুলোর জন‌্য অবিলম্বে টেন্ডার ডাকাতে এদিন জেলাশাসকদের বলেছেন মুখ‌্যসচিব। গ্রামীণ এলাকায় শৌচাগার নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি থমকে থাকা কাজগুলিও চলতি অর্থবর্ষের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ‌্যসচিব। মুখ‌্যসচিব এদিন জেলাশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের যত টাকা এখনও পর্যন্ত কোষাগারে আছে, তার পূর্ণ সদ্ব‌্যবহার করতে হবে।রাজ্যের কোনও মানুষ যাতে সরকারি পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, নবান্ন সে বিষয়ে জেলা প্রশাসনের প্রতি জোর দেওয়ার নির্দেশ দিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved