Home Offbeat পৃথিবীর কুৎসিৎতম মাছ, দেখে শিউরে উঠবেন না যেন!

পৃথিবীর কুৎসিৎতম মাছ, দেখে শিউরে উঠবেন না যেন!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বিভিন্ন রকমের মাছের সঙ্গে সবাই পরিচিত। এমনি যেসব মাছ আমরা বাজারে বা পুকুর,নদী, এমনকী সমুদ্রে দেখতে পাই, এই মাছ সেইসব মাছের থেকে একেবারে আকাশপাতাল তফাত। দেখলে সবাই আঁতকে উঠতে বাধ্য। নিশ্চয় বলে উঠবেন কী মাছ দেখলাম রে বাবা! এমন মাছ সারাজীবনেও দেখিনি। হ্যাঁ, এমন কুৎসিৎতম মাছ কেউ হয়তো কখনও দেখেননি। এই মাছের নাম ব্লবফিশ। আরেক নামেও ডাকা হয় এই ভয়ঙ্কর কুৎসিৎতম মাছটিকে। সেটি হল সাইক্রোলুটস মাইক্রোপোরোস। মাছের চেহারা এমন বদখত যে সে কারণে তাকে পৃথিবীর কুৎসিৎতম মাছের আখ্যা দেওয়া হয়েছে। ২০০৩ সালে এই বিদঘুটে মাছের ছবি ইন্টারনেটে দেখার পর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে।

সমুদ্রের গভীরের ছশো থেকে বারোশ মিটারের মধ্যে এই মাছকে দেখা গিয়েছিল। ছবি ইন্টারনেটে দেখানোর পর কখনও মেমে, সফটটয়ে মাছটির মতো ছবি দেখা যায়। কখনও ইমোজিতেও দেখা মেলে তার। ১৮৬৩ সালে নিউজিল্যান্ডের উপকূলে একটি রিসার্চ ভেসেলে মাছটিকে প্রথম দেখা যায়। তবে তার এক দশক আগে মাছটিকে দেখতে পাওয়ার পর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়। মাছটিকে সমুদ্রের গভীর থেকে ওপরে নিয়ে আসার পরে তার দেহ গলতে শুরু করে। মাছের চেহারাটা ক্রমশ অন্যরকম হতে শুরু করে। সব মিলিয়ে পৃথিবীর কুৎসিৎতম মাছ বব ফিস নিয়ে চর্চার শেষ নেই। শেষ নেই কৌতূহলেরও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved