Home Bengal বর্ধিত বেতন নেবেন না শুভেন্দু! চন্দ্রিমার নিশানায় বিরোধী দলনেতা

বর্ধিত বেতন নেবেন না শুভেন্দু! চন্দ্রিমার নিশানায় বিরোধী দলনেতা

by Mahanagar Desk
18 views

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল পাশ হলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ধিত বেতন নেবেন না।রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, তিনি বর্ধিত বেতন না নেওয়ার কথা ঘোষণা করলেও কোন বিধায়করা বর্ধিত বেতন সত্যিই নিচ্ছেন না, তা নজরে রাখা হবে।

এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অনেকে বর্ধিত বেতন নেবেন না বলছেন। আমরাও নজর রাখছি। দেখব, কারা নেবেন, আর কারা নেবেন না।’ চন্দ্রিমার এই মন্তব্য শুনে শুভেন্দু বলেন, ‘বেতন আরটিজিএসের মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তাই বর্ধিত বেতন অ্যাকাউন্টে ঢুকবেই, সেটা আটকানোর উপায় নেই। বিধায়কদের ভাতা বিল করে গ্রহণ করতে হয়। সেই ভাতা গ্রহণ না করার সুযোগ রয়েছে। আমাকে গত বছর সাড়ে পাঁচ মাস সাসপেন্ড করা হয়েছিল। আমি সেই সময়ে ভাতা নিইনি।’

প্রসঙ্গত,বুধবার পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল।রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ হয় বৃহস্পতিবার।শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা হওয়ায় তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান। তাঁর জন্য বরাদ্দ করা হয় ক্যাবিনেট মন্ত্রীদের সমতুল সুযোগ সুবিধা। অন্যান্য মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল পাশ হওয়ায় এ দিন বেতন বাড়ল শুভেন্দুরও। উল্লেখ্য,ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর বেতন ছিল ১ লক্ষ ১২ হাজার টাকা। এখন সেটি বেড়ে হল ১ লক্ষ ৫২ হাজার টাকা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved