মহানগর ডেস্ক: বার বার আমেরিকা তে ভারতীয়দের মৃত্যু প্রশ্ন তুলে দিচ্ছে সেখানকার ব্যবস্থাপনা নিয়ে। আবারও আমেরিকা তে ভারতীয় যুবকের মৃত্যু ঘটলো। গুলি করে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ।ফের ভারতীয় যুবকের প্রাণ কেড়ে নিল আমেরিকাযুক্তরাষ্ট্র। জানা যাচ্ছে, যুবকের নাম রাজ সিংহ, উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা ছিলেন। আমেরিকার একটি কীর্তন দলের সাথে যুক্ত ছিলেন এই যুবক। যেদিন এই ঘটনা ঘটার সময়ে আমেরিকায় ওই কীর্তনের দলের সঙ্গেই ঘুরছিলেন ওই যুবক। ওই সময় আলবামা প্রদেশে একটি গুরুদ্বারের সামনে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করে। তবে কেন কি কারণে ওই ব্যাক্তিকে গুলি করা হয় তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।
যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবক গত দেড় বছর ধরেই আমেরিকার ওই কীর্তনের দলের সাথে যুক্ত ছিলেন। কাজের সূত্রে আলবামার গুরুদ্বারে কীর্তনে অংশ নিতে গিয়েছিলেন যুবক, সেখানে গিয়েই এমন বিপত্তি। কীর্তন শেষ হওয়ার পরই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।জানা যাচ্ছে, রাজ কীর্তনের পর গুরুদ্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই অচেনা অপরিচিত কয়েক জন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। যুবকের পরিবারের সদস্যেরা আর্জি জানিয়েছেন তাঁদের ছেলের দেহ দেশে ফেরানোর জন্য।
শুনলে অবাক হবেন আমেরিকায় গত দেড় মাসের মধ্যে ৬জন ভারতীয় বংশোদ্ভূতের অস্বাভাবিক ভাবে মৃত্যু ঘটেই চলেছে । শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বার বার ভারতীয়দের সাথে অপব্যবহার, খুন বা হেনস্থার অভিযোগ বার বার উঠে এসেছে প্রকাশ্যে । কবে এগুলো বন্ধ হবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন।