Home World লন্ডনে নিখোঁজ ভারতীয় ছাত্র,বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিজেপি নেতা

লন্ডনে নিখোঁজ ভারতীয় ছাত্র,বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিজেপি নেতা

by Mahanagar Desk
8 views

মহানগর ডেস্ক: লন্ডনে পড়তে এসে নিখোঁজ ভারতীয় ছাত্র। গত ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডন থেকে নিখোঁজ হন ভারতীয় ছাত্র জিএস ভাটিয়া। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা ঘটনাটি জানিয়ে এক্সে পোস্ট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়েছেন। বিজেপি নেতা জানিয়েছেন ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ওই ভারতীয় ছাত্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে শেষ দেখা গিয়েছিল পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফে।

নিখোঁজ ছাত্রের খোঁজ করার জন্য বিজেপি নেতা মনজিত সিং সিরসা লবরো বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় হাই কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন। এক্সে মনজিত সিং সিরসা লিখেছেন লবরো বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিএস ভাটিয়া ১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ। তাঁকে শেষ দেখা গিয়েছিল পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ারফে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। লবরো বিশ্ববিদ্যালয় ও ভারতীয় হাইকমিশনেরও হস্তক্ষেপ প্রার্থনা করা হচ্ছে। তাঁদের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। অনুগ্রহ করে খবরটি শেয়ার করা হোক। এর পাশাপাশি ভারতীয় ছাত্রের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও কলেজ আইডেন্টিফিকেশন কার্ডও এক্সে পোস্ট করেছেন মনজিত সিং সিরসা।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved