Home World Italian Prime Minister Partner: মেয়েরা বেশি মাত্রায় মাতাল হয়ে বেহুঁশ না হলে ধর্ষণ এড়ানো যায়, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গীর কথায় বিতর্কের ঢেউ

Italian Prime Minister Partner: মেয়েরা বেশি মাত্রায় মাতাল হয়ে বেহুঁশ না হলে ধর্ষণ এড়ানো যায়, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গীর কথায় বিতর্কের ঢেউ

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: গলা অবধি মদ খেয়ে মাতাল না হলে মেয়েরা ধর্ষণ এড়াতে পারবেন। ইতালির প্রধানমন্ত্রী গিওরগিয়া মেলোনির সঙ্গীর এহেন দাওয়াই ঘিরে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। নেপলসের কাছে পালেরমোয় তোলপাড় জাগানো গণধর্ষণ কাণ্ডের পর একটি টেলিভিশন চ্যানেলের শোয়ে অংশ নিয়েছিলেন, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী অ্যান্ড্রেয়া গিয়ামব্রুনো এহেন পরামর্শ দেন।

তিনি বলেন, আপনি যদি নাচতে যান,তাহলে মদ খাওয়া চলতেই পারে। তবে মাতাল হওয়ার ব্যাপারটা এড়াতে চান এবং জ্ঞান না হারাতে চান, হয়তো তখনই আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ আপনি আপনার আশপাশে নেকড়ে দেখতে পাবেন। শো চলাকালীন দক্ষিণ পন্থী লিবেরো সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে একমত হন। সম্পাদক পিয়েট্রো সেনালদি বলেন আপনি যদি ধর্ষণ এড়াতে চান, তাহলে কোনও অবস্থাতেই জ্ঞান হারাবেন না। নিজের বুদ্ধিকে সজাগ রাখুন। গিয়ামব্রুনো ও সেনালদি ধর্ষকদের বিরুদ্ধে একই সুরে নিন্দা করে তাদের নেকড়ে বলে বর্ণনা করেন।

যদিও তাঁদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে। গিয়ামব্রুনোর বিরুদ্ধে ধর্ষণের শিকারের ঘাড়ে দোষ চাপানোর অভিযোগ তোলেন ইউজাররা। এদিকে বিরোধীরা প্রধানমন্ত্রী গিওর্জিয়া মেলোনকে তাঁর সঙ্গীর মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে। তারা গিয়ামব্রুনোর মন্তব্যকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। তাঁর মন্তব্য লজ্জাজনক বলেও মন্তব্য করেছে বিরোধীরা।  গিয়ামব্রুনোরা পুরুষশাসিত সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বলে মত বিরোধীদের। গিয়ামব্রুনো পাল্টা জানিয়েছেন যদি তিনি ভুল কিছু বলে থাকেন, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। কখনও বলেননি মদ্যপ মহিলাদের ধর্ষণ করার অধিকার রয়েছে পুরুষদের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved